মিথ্যার ফ্যাক্টরি
লিখেছেন লিখেছেন বাকঝাল ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪৬:২৩ রাত
যাহা বলি মিথ্যা বলি, সত্য বলিনা
আমার মতো ভন্ডের মুখে, সত্য মানায়না
তবুও যদি সত্য বলি, বিশ্বাস করনা
ভুলেও কখনো তখনো সখনো, সত্য বলিনা
ঘরে ঘরে চাকরীর বদল, দিযেছি লাশ
দশ টাকার চাল বলিনি, বলেছি ঘাস
ভোটের আগে হিজাব ধরি, হাতে তজবি
ভোটের পর দাড়ি ধরে, টেনে ছিড়েছি
বলতো দেখি আমিটা কে? বুঝতে পারছনা!
আমার মতো আছে নাকি? এমন শেয়ানা
কোথাও খুজেঁ পাবে নাকো, এমন টালবাহানা
আমি তোমাদের ভুলের মাশুল, বুবু হাসিনা
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন