এবারের সংগ্রাম এযারটেল জুতাম

লিখেছেন লিখেছেন বাকঝাল ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৩৮:১৭ দুপুর



এয়ারটেল বর্জনের একটা প্রচারনা চলছে, চলতে থাকবে, অনেকেই বুঝে হোক, না বুঝে হোক কিংবা তর্ক করার জন্য হোক প্রশ্ন করেন, শুধু এয়ারটেল কেন সবগুলো পণ্য নয় কেন কিংবা যেখানে বাংলাদেশের বাজারে ভারতের পণ্য সয়লাব সেখানে কি সম্ভব ভারতীয় পণ্য বর্জনের!! কথা সত্য তবে বুঝতে হবে আমরা ভারত এবং ভারত বান্ধব সরকারকে বুঝাতে চাইযে, বাংলাদেশের বাজার ধরে রাখতে হলে দাদাগিরি ছাড়তে হবে, শত্রুতা করলে বাজার নষ্ট হবে, আমরা বর্জন করব, সীমা অতিক্রম করলে ভাংচুরও করব, তাই নিজের স্বার্থেই ভারতকে দাদাগিরি আর আওয়ামী সরকারকে পিরীতগিরী বন্ধ করতে হবে, এমন একটা মনস্তাত্বিক চাপ প্রয়োগের জন্য এয়ারটেল বর্জন হচ্ছে প্রথম এবং মোক্ষম হাতিয়ার, যেটা আমাদের জন্য অপ্রয়োজনীয় এবং ভারতের জন্য অধীক মুনাফাজনক সেটাই প্রথমে প্রাধান্য পাবে, তাই প্রথমে এয়ারটেল এবং ক্রমান্বয়ে অন্যান্য প্রোডাক্ট, আসুন আমরা ঢালাওভাবে না বলে এয়ারটেলকে প্রাধান্য দিয়ে বর্জন এবং প্রচার প্রচারনা চালাতে থাকি, ইনশাআল্লাহ আমরা সফল হব

জুতা মারো তালে তালে এয়ারটেল সামনে পেলে

--------------------------------------------------------

খাই না খাই এয়াটেলের গুষ্টি কিলাই

খুনির মোবাইল ওপারে ঠেলে দিতে চাই

আওয়াজ তুলুন দেশপ্রেমিক ভাই বোন সবাই

এদেশে এয়ারটেলের প্রয়োজন নাই

খাই না খাই এয়ারটেল তোর দরকার নাই

ফেলানির মতো তোকেও ঝুলিযে দিতে চাই

সময় থাকতে লেজ গুটা এই দেশে তোর জায়গা নেই

আওয়াজ তুলুন সবাই জুতা মারি এয়ারটেলের কথায় Click this link

বিষয়: বিবিধ

১৬০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File