লাশের মিছিল
লিখেছেন লিখেছেন বাকঝাল ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩৮:৩১ রাত
লাশের বহর চলছে দেশে
ভাসছে লাশ খালে বিলে
বিডিআর দিয়ে সেইযে শুরু
থামছেনা আর এই আমলে
খুনের লাশ, গুমের লাশ
লাশের চাষ হচ্ছে বেশ
যাত্রাবাড়ীর ডাম্পিং জোনে
কংকাল মিলছে অবশেষ
বিশ্বজিতের দিনের লাশ
না কাটতেই রেশ
৫ই মে রাতের লাশ
সাবাস বাংলাদেশ!
হাসছে লাশ, কাঁদছে লাশ
নির্বাক লাশ, বাঁধা হাত পা
চাটা শুযোরে দেশ ভরেছে
বাকশালীদের ছা
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন