মডারেশান এর দৃষ্টি আকর্ষণ করছি
লিখেছেন লিখেছেন বাকঝাল ২১ আগস্ট, ২০১৩, ০২:৫০:২৪ দুপুর
আমার এক পরিচিত ব্লগার ছোট ভাই একটু সমস্যায় পড়ে আমাকে নিচের লিখাগুলো ইনবক্স করেছে ফেইসবুকে, ভাবলাম পুরোটাই পোষ্ট করে দিই, আশু সমাধান কাম্য, টুডে ব্লগ হয়ে উঠুক সবার ব্লগ সেই কামনাই করি, আর ছোট ভাইটাকে প্রথম পাতায় আসার সুযোগ দেবার অনুরোধ করছি
----------
Sazid Al Sahaf
শ্রদ্ধেয় মডারেটর! আসসালামু আলাইকুম। আপনার নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু
আমি ভালো নেই। তারকারণ এখনো আমি প্রথম পাতায় আসতে পারিনি। সাজিদ আল
সাহাফ নামে দুটি একাউন্ট এর ফলে আপনার কি কনফিউসড? হওয়াই স্বাভাবিক। তবে
আমি আপনাদেরকে এনসিউর করি যে, সাজিদ আল সাহাফ নামের ঐ একাউন্টাও আমার।
ওটা আমি খুলতে পারিনি। না খুলতে পারার সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে
ইমেইলে অনেকবার যোগাযোগ হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।তাই রাগ করে
এতদিন আর আসিনি। অনেকদিন পরে আবার আরেকটি নতুন একাউন্ট করলাম ব্লগার
সাজিদ আল সাহাফ নামে। নতুন উদ্যিপনায়, নতুন আশায় আবার আসলাম ফিরে।তাই
প্লিজ আমাকে প্রথম পাতায় স্থান দিন। সবার সাখে ব্লগিংয়ে মেতে ওঠার
সুযোগ দিন। সাজিদ আল সাহাফ নামের সেই পূর্বের একাউন্টিতে এই ইমেলটি
ব্যবহৃত হয়েছে- আর নতুন একান্টির ব্লগ লিংক হলো-
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/6997/sask100 আর ইমেল
হলো-
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন