বাকঝাল
লিখেছেন লিখেছেন বাকঝাল ০৭ আগস্ট, ২০১৩, ০২:৫৬:৪১ রাত
কথা কম কথা বেশী
কথায় কান্না কথায় হাসি
কথা মিষ্টি কথা ঝাল
এসব নিয়েই বাকঝাল
কথায় রোদ কথায় বৃষ্টি
কথায় হবে কথা সৃষ্টি
কথা থাকেনা চিরকাল
এসব নিয়েই বাকঝাল
কথা ভোতা কথা ধার
কথা জানেনা কথা কার
কথা বুনবে কথার জাল
এসব নিয়েই বাকঝাল
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন