¤দেখ¤
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২০ জুলাই, ২০১৪, ০৫:০২:৪৪ বিকাল
দেখ তোমার পথের পানে
চেয়ে আছে
খালিদ,তারিক কাসিম হয়ে
যাবে পাশে
দেখ তোমার মা জননী
হাত উঠিয়ে
খোদার রাহে করছে মাতম
সব হারিয়ে
দেখ তোমার ছোট্ট ভাইটি
নিথর দেহে
রক্ত মাখা কফিন পরে
বলছে কি'হে
দেখ তোমার বোনের বুকে
বুলেট গাঁথা
সঙ্গে করে নিচ্ছে বিদায়
অসীম ব্যাথা
দেখ তোমার বৃদ্ধ পিতা
খুজে ফেরে
কোথায় তুমি ঘুমিয়ে আছ
কিংবা ডরে
দেখবেনা হে বুজদিলেরা
জাগবে নাকী
ঘুম ভাঙতে রাত কতটা
আছে বাকি
বিষয়: সাহিত্য
১২০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন