সুন্দরীবন

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৪ জুন, ২০১৪, ১০:৫২:৫৫ রাত

কোন রূপসীর রূপের বাহার

নদীর ওপার ছড়িয়ে

নূপুর ঝুমুর সোনার তিলক

জামদানিতে জড়িয়ে.

জ্যোসনা রাতের কিরণ শোভা

অঙ্গে নিপুণ মাখান

পরীর রাণীর যাদুর মুকুট

মস্তকে তার পরান.

ভাটা নদী জোয়ার এনে

ভাসায় প্রেমের টানে

নায়ের মাঝি মন পেতে চায়

হৃদয় ছোঁয়া গানে.

কিশোর কালের ভালো লাগা

যৌবনে পা দিয়ে

দূর নগরে বিরহ ব্যাথায়

কাঁদে গহীন হিয়ে.

গভীর রাতে চুপি চুপি

স্বপ্ন পাখির ডানায়

ঘুরে ঘুরে সুন্দরীবন

দেখতে থাকি তোমায়.

নতুন ভোরের বিহান যখন

আঁখি মেলে চায়

উছলে ওঠা সুপ্ত দহন

বানের মত ধায়.

বিষয়: সাহিত্য

১২১১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230706
০৪ জুন ২০১৪ রাত ১১:১৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তাই বলে এইভাবে উপমায় সাজালেন? অপূর্ব লিখেছেন। সাধুবাদ।
০৪ জুন ২০১৪ রাত ১১:৫৫
177474
ওমার আল ফারুক লিখেছেন : সত্য বলতে কী,সুন্দরবনকে খুব ভালোবাসি.যেখানে আমার জন্ম.
০৪ জুন ২০১৪ রাত ১১:৫৫
177475
ওমার আল ফারুক লিখেছেন : সত্য বলতে কী,সুন্দরবনকে খুব ভালোবাসি.যেখানে আমার জন্ম.ধন্যবাদ
230718
০৪ জুন ২০১৪ রাত ১১:৩২
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
০৪ জুন ২০১৪ রাত ১১:৫৬
177476
ওমার আল ফারুক লিখেছেন : ধন্যবাদ
230728
০৪ জুন ২০১৪ রাত ১১:৪৩
তরিকুল হাসান লিখেছেন : ভালো লাগল।
230761
০৫ জুন ২০১৪ রাত ০৪:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো।
230777
০৫ জুন ২০১৪ সকাল ০৭:৪০
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার Thumbs Up Rose Rose Rose
230802
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৩২
শুভ্র কবুতর লিখেছেন : সুন্দরবন, তোমায় আমি দিয়েছি মন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File