স্বপ্ন পূরণের সরঞ্জাম

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৪ মে, ২০১৪, ০৯:২৮:৩৫ রাত

"স্বপ্ন পূরণের সরঞ্জাম"

যার আবেগ নেই প্রখর,বর্ণমালার

গাঁথুনি অপার ছান্দিকতায়

সেকী দিতে পারে?

শুনেছি সে আবেগ প্রবল আহরিত

হয়

গভীর হৃদয় ব্যঞ্জণা থেকে.যার

উৎস

বেদনা প্রধানতম শুনেছি.

আশচর্য! সে নাকি প্রেম

থেকে আগত,তাও ব্যর্থতা হতে!

ইস,কী দূর্ভাগা আমি!

অপরূপ ছন্দে তুফান

হয়ে কারো কুঠিরে আঘাৎ

হানতে পারবনা.

ঘোর লড়াইয়ে নিদ্রামগ্ন

স্বজাতিকে জাগাতে পারবনা.

আফসোস নিদারুণ আহা!

কারো মনের

সুরভী কানন

হতে পারবনা.পারবনা রচিতে প্রভুর

গুনোগান.

দুঃখ আর সরমিন্দার ব্যাপার!

প্রকৃতির লীলা এই

বাহারি বঙ্গরে আমি কীরূপে দেখায়

তোমারে! আমার যে আবেগ নেই.নেই

কাব্য রচনার ভাবাতুর ভূবন.

কারো আসক্তি আমারে টানেনি সন্নিকটে.অথবা কেউ

আসক্ত হয়েছিল কী মোর

জানা নেই.বিরহ ব্যঞ্জণ

তবে আসবে কোথা থেকে?

ভালোবাসার

দেয়া-

নেয়া হয়নি জীবনে.ব্যথা পাবো কীভাবে?

তবে কী স্বপ্নরা অধরাই

রবে আজীবন?

থাকনা এ স্বপ্ন

পিছে পড়ে.তবুও পারবনা চলমান

স্রোতধারায় গা ভাসাতে.ছি! ঘৃণায়

মোর দম বন্ধ হতে চায় একালের

নষ্টামী দেখে.যৌবনের

রত্নকে ওরা পেয়েছেটা কী!

না,লালিত স্বপ্ন

আজো বেঁচে আছে,থাকবে সে.খুজে পেয়েছি গহীন

অন্দরে একটু হলেও

ভালোবাসা.আমার

রবের ভালোবাসা সে.ঘনীভূত

সে প্রেমের

টানেইতো ছুটে চলি দিনের পর

দিন

মসজিদে,ময়দানে আর অগণন

সংগ্রামে!

মহিত সে পরশপ্রেমেই

কবি হব,হতে চাই সে প্রিয়র

প্রেমে.

বিষয়: সাহিত্য

১৩০৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225698
২৪ মে ২০১৪ রাত ০৯:৫৩
ভিশু লিখেছেন : চমৎকার! সত্যিই চমৎকার লাগ্লো!
Happy Good Luck
২৪ মে ২০১৪ রাত ১০:৫৯
172765
ওমার আল ফারুক লিখেছেন : ভালো আছেন?
২৪ মে ২০১৪ রাত ১১:০২
172771
ভিশু লিখেছেন : আলহামদুলিল্লাহ!
আপনি?
225700
২৪ মে ২০১৪ রাত ১০:০৬
পুস্পিতা লিখেছেন : পড়লাম। ধন্যবাদ।
২৪ মে ২০১৪ রাত ১১:০০
172767
ওমার আল ফারুক লিখেছেন : ধন্যবাদ পুশ ব্যাকসহ আরো একটু বেশি
২৪ মে ২০১৪ রাত ১১:০০
172768
ওমার আল ফারুক লিখেছেন : ধন্যবাদ পুশ ব্যাকসহ আরো একটু বেশি
225711
২৪ মে ২০১৪ রাত ১০:৩৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান... সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো পড়ে
২৪ মে ২০১৪ রাত ১১:০১
172770
ওমার আল ফারুক লিখেছেন : ভালো লাগলেতো তৃপ্ত হতে হয়.ধন্যবাদ
225729
২৪ মে ২০১৪ রাত ১০:৫৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ মে ২০১৪ রাত ১১:০২
172773
ওমার আল ফারুক লিখেছেন : গেরিলা কমেন্ট বুঝি! ধন্যবাদ
225739
২৪ মে ২০১৪ রাত ১১:০৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব খু ব ভালো লাগলো
২৪ মে ২০১৪ রাত ১১:৪৬
172793
ওমার আল ফারুক লিখেছেন : হুম,ধন্যবাদ আপনাকেও
225763
২৫ মে ২০১৪ রাত ১২:২৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : প্রেমিক না হলে কি কবি হওয়া যায়? অসাধারণ কবিতা। আমি মুগ্ধ।
২৫ মে ২০১৪ সকাল ০৫:৩৮
172826
ওমার আল ফারুক লিখেছেন : শুনেছি যায়না.আপনিই ভালো বলতে পারবেন.শুধু শুধু প্রশংসা শুনি সমালোচনা শুনিনা.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File