একটি প্রশ্নের দশটি উত্তর!

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৭ মে, ২০১৪, ১০:১৮:০০ রাত

আলীর(রা) কাছে একটি প্রশ্ন দশটি উত্তর

একদা ১০ জন লোক হযরত আলীর(রা) নিকট হাজির হলো এবং বলল, “আমরা আপনাকে একটি প্রশ্ন করার অনুমতি চাচ্ছি।” হযরত আলি(রা) বললেন, “স্বাধীনভাবে আপনারা প্রশ্ন করতে পারেন।”

তারা প্রশ্ন করল, “জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটা ভাল এবং কেন ভালো? অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের জন্যে একটি করে জবাব দিন।”

জবাবে হযরত আলী(রা) নিম্নলিখিত ১০টি উটর দিলেনঃ

১। জ্ঞান হলো মহানবীর(সা) নীতি, আর সম্পদ ফেরাউনের উত্তরাধিকার। সুতরাং জ্ঞান সম্পদের চেয়ে উত্তম।

২। তোমাকে সম্পদ পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয়। সুতরাং জ্ঞান উত্তম।

৩। একজন সম্পদশালীর যেখানে শত্রু থাকে অনেক, সেখানে একজন জ্ঞানীর অনেক বন্ধু থাকে। অতএব জ্ঞান উত্তম।

৪। জ্ঞান উত্তম, কারণ এটা বিতরণে বেড়ে যায়, অথচ সম্পদ বিতরণে কমে যায়।

৫। জ্ঞান উত্তম, কারণ একজন জ্ঞানী লোক দানশীল হয়, অন্যদিকে সম্পদশালী ব্যক্তি কৃপণ।

৬। জ্ঞান চুরি করা যায় না, কিন্তু সম্পদ চুরি হতে পারে। অতএব জ্ঞান উত্তম।

৭। সময় জ্ঞানের কোন ক্ষতি করে না, কিন্তু সম্পদ সময়ের পরিবর্তনে ক্ষয় পেয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং জ্ঞান উত্তম।

৮। জ্ঞান সীমাহীন, কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং গোণা যায়। অতএব জ্ঞান উত্তম।

৯। জ্ঞান হৃদয়- মনকে জ্যোতির্ময় করে, কিন্তু সম্পদ একে মসিলিপ্ত করায় মত্ত। সুতরাং জ্ঞান উত্তম।

১০। জ্ঞান উত্তম। কারণ জ্ঞান মানবতাবোধকে উদ্বুদ্ধ করে যেমন আমাদের মহানবী(সা) আল্লাহকে বলেছেনঃ “আমরা আপনার উপাসনা করি, আমরা আপনারই দাস।” অন্যদিকে সম্পদ ফেরাউন ও নমরুদকে বিপদগ্রস্ত করেছে। যারা দাবী করে যে তারা ইলাহ।’

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218773
০৭ মে ২০১৪ রাত ১০:৩৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ মে ২০১৪ সকাল ০৯:৫৮
166818
ওমার আল ফারুক লিখেছেন : ধন্যবাদ
০৮ মে ২০১৪ সকাল ০৯:৫৮
166819
ওমার আল ফারুক লিখেছেন : ধন্যবাদ
218775
০৭ মে ২০১৪ রাত ১০:৪২
আবু বকর সিদ্দিক লিখেছেন : খুব ভালো লাগলো
০৮ মে ২০১৪ সকাল ০৯:৫৯
166820
ওমার আল ফারুক লিখেছেন : ধন্যবাদ
218781
০৭ মে ২০১৪ রাত ১০:৫৯
আহ জীবন লিখেছেন : বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।
218832
০৮ মে ২০১৪ রাত ০১:৪৩
মাটিরলাঠি লিখেছেন :
খুবই খুবই ভালো লাগলো। Rose Rose Rose Rose
218851
০৮ মে ২০১৪ রাত ০৩:৩১
সাদাচোখে লিখেছেন : চমৎকার। জাজাক আল্লাহ খায়ের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File