=এই দিনে=
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫৮:১৮ বিকাল
আদেশ এলো ফাঁসির কাষ্ঠে
ঝুলতে হবে তাঁর
কোরআন পাগল মানুষগুলো
খুলে ফেলল দ্বার
বাবা-ছেলে,নারি-শিশু
গরিব-ধনি জন
নামলড সবে অগ্নি পথে
করলো জীবন পণ
ঝরলো জীবন শ্যামল ভূমি
রক্তে হলো লাল
জালিম শাসক ক্ষ্যান্ত হলো
মিটিয়ে মনের ঝাল
আমাকে নাও সাঈদিকে দাও
মিনতি এই দিনে
হাজার জীবন দিয়ে প্রভু
নেব তাঁরে কিনে
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রক্তে হলো লাল
জালিম শাসক ক্ষ্যান্ত হলো
মিটিয়ে মনের ঝাল
মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন