মায়ের ভাষা
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪১:২৫ সকাল
মুখের ভাষা বাংলা আমার
মায়ের থেকে শেখা
এ ভাষাতে গান শোনাতেন
সেই যে প্রথম দেখা
না পারতাম বলতে চাওয়া
না বুঝতাম কিছু
মুখের ভাবে বুঝে নিতেন
চাচ্ছে খোকা কিছু
আব্বু বলে কোমল স্বরে
তিনিই ধরান খড়ি
মা নামটিই প্রথম শেখা
প্রথম তাকে পড়ি
মায়ের দেয়া অমর ভাষার
রাখতে যেয়ে মান
বাংলা মায়ের দামাল ছেলে
বিলীয়ে দিলো যান
বিষয়: সাহিত্য
১১৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একুশ তুমি একাত্তর হয়েছ অনেকদিন হল
এবার বল এক হবে কবে?
মন্তব্য করতে লগইন করুন