মায়ের ভাষা

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪১:২৫ সকাল

মুখের ভাষা বাংলা আমার

মায়ের থেকে শেখা

এ ভাষাতে গান শোনাতেন

সেই যে প্রথম দেখা

না পারতাম বলতে চাওয়া

না বুঝতাম কিছু

মুখের ভাবে বুঝে নিতেন

চাচ্ছে খোকা কিছু

আব্বু বলে কোমল স্বরে

তিনিই ধরান খড়ি

মা নামটিই প্রথম শেখা

প্রথম তাকে পড়ি

মায়ের দেয়া অমর ভাষার

রাখতে যেয়ে মান

বাংলা মায়ের দামাল ছেলে

বিলীয়ে দিলো যান

বিষয়: সাহিত্য

১১৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180149
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৯
সুমন আখন্দ লিখেছেন : দেখে দেখে মনে হচ্ছে- প্রভাতফেরি আর থাকছে না। এখন বারোটা-এক মিনিটের কালচার শুরু হয়েছে। বাঙালীর ভোর শুরু হয় মোরগ-ডাকা ভোরে; আর চোরের কাজ শুরু হয় গভীর রাতে। আমরা এখন গভীর রাতের দিকে যাচ্ছি, তবু আশায় বুক বেঁধে আছি- 'রাত যত গভীর হয়, সকাল তত কাছে আসে'-এই ভাবনায়।
একুশ তুমি একাত্তর হয়েছ অনেকদিন হল
এবার বল এক হবে কবে?
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
133164
ওমার আল ফারুক লিখেছেন : একমত আপনার সাথে.এক হবে কবে?
180161
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাইজানকে ধইরা ফেলায়ছি...চমৎকার একটি কবিতা!
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১২
133165
ওমার আল ফারুক লিখেছেন : ঠিক হচ্ছেনা ভাইজান! মনের কথা মনেই থাকুক..কী পারবেন তো?
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
133250
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : না পারমু না, ঘোষ দিতে হবে...
180175
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৭
সজল আহমেদ লিখেছেন : অতিচমত্‍কার কবিতাটা
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
133166
ওমার আল ফারুক লিখেছেন : অতি খারাপ!
180498
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File