বিডি টুডে/বিডি টুমরো-র বর্ষপূর্তি এবং আমার কিছু কথা:

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৩ জানুয়ারি, ২০১৪, ০৪:৩৩:২০ বিকাল

আলোচিত-সমালোচিত,স্বল্প সময়ে সুপরিচিত,জনপ্রিয়,দেশ বেদেশে শিরণাম হওয়া,রুচিশীল ইসলামপন্থী লেখকদের মিলনস্থল,হাজার হাজার পাঠকের প্রিয় ব্লগ বিডি টুডে/বিডি টুমরো-র প্রথম বছর পূর্ণ হয়ে গেল|কারো চক্ষুশূল ব্লগটি কয়েক বার বন্ধ হওয়ার পরেও এগিয়ে চলেছে দুর্ণিবার|

ভাবছিলাম বিষয়টি নিয়ে লিখব কিন্তু লিখছি লিখছি করে হয়ে ওঠেনা সময়|বছর পূর্তি নিয়ে তেমন কাওকে লিখতেও দেখলাম না|তবে কতৃপক্ষের কিছু নতুন সংযোজন ভালো লাগলো|হয়ত নিয়মিত লিখতে-পড়তে পারিনা তারপরেও সাথে থাকি|ভালো লেখার মত হাত নেই,যেটুকু রয়েছে তাও অনেক বাঁধার কারণে পারিনা|ইচ্ছে করছে ব্লগের মনপুত এবং মনপুত নয় সেগুলো তুলে ধরতে|যেহেতু কতৃপক্ষ ব্লগের বছর পূর্তি উপলক্ষে ব্লগারদের মতামতের নেয়ার ব্যাবস্থা করেনি,সেহেতু ভালো মন্দ বিষয়গুলো লেখা কী ঠিক হবে!তারপরেও কিছু বিষয়ে লিখছি:

সব থেকে ভালো লাগা বিষয়:পত্র পত্রিকার গুরুত্বপূর্ণ নিউজগুলো ম্যাগাজিন আকারে সংযোজন আমার নিকট খুবি প্রিয়|মূলত কিছু না পড়লেও দিনে দু দশবার নিউজগুলো দেখতে ব্লগে ঢু দিয়ে থাকি|

সব থেকে খারাপ লাগা বিষয়:নবী রাসূল সঃ এবং ইসলাম নিয়ে বাজে পোস্টগুলো খুবি খারাপ লাগে|অনেকেই এর বিরুদ্ধে লিখেছে কিন্তু ফলাফল....০

আংশিক খারাপ লাগা বিষয়:পোস্ট স্টিকির ব্যাপারে কিছুটা খারাপ লাগে|বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে অপারগ|তবে কয়েক জনের থেকে এমন প্রতিক্রিয়া পেয়েছি|

-মোবাইলের মাধ্যমে যারা লিখে থাকেন তারা পারেন না কোন ছবি আপলোর্ড করতে|ছবি ছাড়া পোস্টের গুরোত্ব বাড়ে! তবে জানা নেই অত্যাধুনিক সেটগুলো থেকে ছবি আপলোর্ড হয় কিনা|এছাড়া অপেরা থেকে ইমু দেয়া,মন্তব্যের উত্তর দেয়া যায়না|

কিছু পরামর্শ:অধিকাংশ নেট ব্যাবহারকারী যুবক মোবাইলের মাধ্যমে ব্যাবহার করে থাকে|সুতরাং তাদের আকৃষ্ট করতে হলে তেমন পদক্ষেপ নেয়া দরকার|

-সাপ্তাহিক বিশেষ কিছু আয়োজন থাকা দরকার|যেটি এমন হবে,যার টানে পাঠক লেখক ছুটে আসবে|

-বিয়ের গল্প ছাড়াও বর্ষ পূর্তিতে অন্য আয়োজন থাকা দরকার ছিল|

আমার ভালো লাগা(সম্ভবত আপনার ও)প্রিয় ব্লগটির অগ্রযাত্রা আরো দুর্বার হোক,ছুঁয়ে যাক সকলের মন,ছড়িয়ে পড়ুক ভার্চুয়াল জগতের কোনায় কোনায় আর মিথ্যার অন্দরে সত্যের প্রকাশ ঘটাক এই কামনায় একজন ব্লগার হিসেবে নয় পাঠক হিসেবে কামনা করছি|কামনা করছি যেভাবে,যে কারণে ব্লগটির চলার পথে বার বার বাঁধা আসছে সেই কারণটি বা সেই পথটি যেন ধরে চলে অনন্তকাল|কল্যাণ কামনা করছি প্রিয় মডারেট,ব্লগার এবং পাঠকদের|আসুন সকলে মিলে প্রাণবন্ত করে তুলি আমাদের প্রিয় বিডি টুডে/টুমরো ব্লগটিকে¡

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166340
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসুন সকলে মিলে প্রাণবন্ত করে তুলি আমাদের প্রিয় বিডি টুডে/টুমরো ব্লগটিকে¡ Rose Rose
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
120578
ওমার আল ফারুক লিখেছেন : এগিয়ে যাক দুর্বার বেগে...ধন্যবাদ ভাই!
166376
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার একটি পোষ্ট।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
120579
ওমার আল ফারুক লিখেছেন : ধন্যবাদ প্যারিস প্রবাসী প্রিয় ভাইকে
166390
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
বাকপ্রবাস লিখেছেন : আলোচনা, সমালোচনা, মান, অভিমান, সব কিছুর সমন্বযে এগিয়ে চলুক টুডে ব্লগ
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
120581
ওমার আল ফারুক লিখেছেন : আল্লহুম্মা আমিন
166416
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Roseধন্যবাদ Happy
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
120583
ওমার আল ফারুক লিখেছেন : ধন্যবদ আপনাকে
166429
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : বিডি ব্লগ জিন্দাবাদ৷ যতটুকু আছে তাও কমনয়৷ আপনার পরামর্শ সঠিক জায়যাগ পৌঁছে যাক৷
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
120584
ওমার আল ফারুক লিখেছেন : কামনা করি সঠিক যায়গায় পৌছে যাক
166478
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:০২
আওণ রাহ'বার লিখেছেন : পড়লাম ভালো লাগলো ধন্যবাদ
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৪
120597
ওমার আল ফারুক লিখেছেন : বিষয়টি নিয়ে মতামত এমন ..! ধন্যবাদ
168562
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অধিকাংশ নেট ব্যবহারকারী যুবক মোবাইলের মাধ্যমে নেট ব্যবহার করে
তাহলে যুবতীরা কি দিয়ে নেট ব্যবহার করে?

আংশিক খারাপ লাগা বিষয়:পোস্ট স্টিকির ব্যাপারে কিছুটা খারাপ লাগে|
আপনিও আজাইরা কিছু লেখেন। দেখবেন আপনার লেখাটাও স্টীকি হবে। বিশেষ করে গল্পগুজব টাইপের কিছু লিখেন। যা বাস্তবে কোন সত্য কাহিনী নয়।

সাপ্তাহিক বিশেষ কিছু আয়োজন থাকা দরকার|
এক্ষেত্রে মডুদের নেতৃত্বে সাপ্তাহিক একটি ঘুম প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ব্লগারের উল্টাপাল্টা গ্যাঞ্জাম সৃষ্টিকারী কিছু পোস্ট করলেও তাদের ঘুমের গোরে থাকতে দেখা যায়।

বিয়ের গল্প ছাড়াও বর্ষ পূর্তিতে অন্য আয়োজন থাকা দরকার ছিল|
যেমন- বান্দর কেন লাফায়।
আল্লাহ, নবী, রাসুল এবং বিভিন্ন স্কলারদের গালিগালাজকারীকে কি দিয়ে পুরুস্কৃত করা যায় ইত্যাদি
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:২০
123822
ওমার আল ফারুক লিখেছেন : দেখছি আপনিই সব বলে দিলেন...আজাইরা তো লিখতে সবাই পারেনা.ঘুম আপনাকে দিয়েই শুরু হোক.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File