ষোল কোটির দেশ,দেশের কল্যাণে নিয়োজিত বাহিনী:জনতার পক্ষ্য থেকে জনকল্যাণে নিয়োজিত বাহিনীর কাছে আকুল আবেদন:

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৬ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৩:৪২ সন্ধ্যা

আমাদের ভাই,আমাদের সন্তান,আমাদের আত্মীয়,আমাদের স্বজন কিংবা আমাদের প্রতিবেশী এবং দেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা,বিজিবি,র্যাব ও পুলিশ বাহিনীর ভাইয়েরা!

দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষুদে এক ছোকরা আপনাদের কাছে একটি বিনয়ী আকুল আবেদন পৌছানোর জন্য লিখতে বসেছি|জানিনা আপনাদের কাছে এটি আদৌ পৌছাবে কিনা,তারপরেও হৃদয়ের রক্তক্ষরণ থেকে লিখছি|এই আবেদনে লেপ্টে আছে স্বজন হারার চোখের পানি,অসহায়ের বুকফাটা আর্তনাদ,মজলুমের ক্রন্দন আর শত শত মানুষের লাল রক্ত|

প্রিয় ভাইয়েরা,আপনারা রাষ্ট্রের কর্মচারী|রাষ্ট্রের কর্তাদের নির্দেশ মানতে বাধ্য|রাষ্ট্রের কল্যাণে আপনাদের জীবন যৌবন উৎসর্গ করছেন|এজন্য আপনাদের ঋণ জাতি কখন পরিশোধ করতে পারবেনা|

রাষ্ট্রের অতন্দ্র প্রহরী ভাইয়েরা,একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার নির্বাচিত হয় জনগণের মতামতের ভিত্তিতে এবং সেই সরকারের আদেশ নিষেধ মানতে আপনারা বাধ্য|মূলত জনগণের কাছেই আপনারা দায়বদ্ধ,সরকার সেখানে প্রতিনিধী মাত্র|

পাঁচ তারিখের নির্বাচন আপনারা দেখেছেন|শুধু দেখেছেন নয় নির্বাচন আপনারাই পরিচালনা করেছেন|নির্বাচন কেমন হয়েছে আমার থেকে আপনারাই ভালো জানেন|এই নির্বাচনকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করছে এটি বলার আর অবকাশ রাখেনা|আপনারা পরিচালনা করেছেন,আমরা প্রত্যক্ষ করেছি,বিশ্ববাসীও দেখেছে|এই নির্বাচনের দ্বারা গঠিত সরকার কী আদৌও জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে বিবেচিত হবে?সরকারের রাষ্ট্র পরিচালনার বৈধতা কী জনগণ দিয়েছে?

রাষ্ট্র যদি জনগণের হয়,সরকার যদি জনগণের মতের ভিত্তিতে গঠিত হয়,আপনারা যদি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অধিন হন তবে এই নির্বাচনে গঠিত সরকারের অধিনে কাজ করা,তাদের আদেশ মান্য করা কী আদৌও বৈধ হবে? যদি আপনারা তাদের আদেশ মানেন তবে তার প্রতিটি প্রয়োগ হবে জনগণের বিরুদ্ধে|যদি আপনারা জনতার কাতারে,জনতার মতামতের বিরুদ্ধে অবস্থান নিয়ে সম্ভাব্য গঠিত হতে যাওয়া সরকারের দাসত্ব করেন তবে সেটি হবে চরম বিশ্বাসঘাতকতা|যেটি আপনাদের পরিণত বা চিহ্নিত করবে রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত বাহিনী হিসেবে নয়,রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের অধিকার হরণের ফ্যাসিস্ট বাহিনী হিসেবে|

রক্ত ঝরতে থাকবে,যেভাবে ঝরছে|অর্থনীতি ধ্বংস হতে থাকবে,যেভাবে ধ্বংস হচ্ছে|

আপনাদের কাছে প্রত্যাশা ষোলকোটি মানুষের,আপনারা কোন অবৈধ সরকারের দাসত্ব করবেন না,আপনারা জনতার কাতারে মিশে যাবেন,জনতার মুক্তির জন্য কাজ করবেন|মনে রাখবেন,জনগণের জন্যই রাষ্ট্র,রাষ্ট্রের জন্যই সংবিধান,সংবিধান প্রয়োগের জন্য সরকার আর সরকারী আগ্যা বাস্তবায়নের জন্যই আপনারা|অতএব জনগণের জন্যই সবকিছু|আপনারা দল প্রেমিক হতে পারেন না,দেশ প্রেমিক ব্যাতীত|যদি আপনারা দলপ্রেমিক বা অসহায় প্রেমিক হয়ে তাদের অন্যায় শাসনকে সুদৃঢ় করতে কাজ করেন তবে সেটি হবে জাতির জন্য আত্মঘাতী|অসহায় মানুষগুলো কতকাল মার খেতে থাকবে? কতকাল তাদের রক্তে সবুজ বাংলা রঞ্জিত হতে থাকবে? মানুষের স্বভাব জাত ধর্ম হলো ধৈর্য ধরতে ধরতে যখন আর ধরার জায়গা থাকেনা তখন বাঁধ ভেঙে যায়,উপছে পড়ে ফুলতে থাকা বেদনারাশি ভয়ঙ্কর থুফান হয়ে|যার তোড়ে ভেসে যায় তাদের বেদনা সৃষ্টিকারী শক্তি|

প্রিয় ভাইয়েরা,দোহায় আপনাদের,মজলুমের আর্তনাদকে হেলায় ছুড়ে ফেলবেন না!

বিষয়: রাজনীতি

১২৫২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159653
০৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
শায়লা শারমিন কনিকা লিখেছেন : রাজনীতি আমার ভালো লাগে না।
159694
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
আলোর আভা লিখেছেন : আপনার আবেদনে সারা দিব কি ভাবে উনাদের কি নাক,কান চোখ,মুখ আছে নাকি !
159708
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৭
শেখের পোলা লিখেছেন : সহমত!
164684
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ
168829
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File