সাতক্ষীরা:বুল্ডোজার আর বুলেট সেভাবেই হজম করবে যেভাবে বাঘের আক্রমণ আর প্রাকৃতিক দুর্যোগ হজম করছে,ইনাশা আল্লাহ
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১৬ ডিসেম্বর, ২০১৩, ১০:৫৩:১৮ রাত
"সাতক্ষীরা"একটি শান্তি প্রিয় প্রকৃতির সাথে সর্বদা লড়াকু ধর্মপ্রাণ মানুষের আবাসভূমি|মৃত্যুকে পরোয়া নাকরে যারা বাঘের গৃহে যেয়ে নিজেদের জীবীকা নির্বাহ করে|শত শত পরিবার রয়েছে যাদের পিতা/ভাই বাঘের থাবায় নিহত হয়েছে|তারপরেও তাদের জীবন চলা থেমে থাকেনি একচুলোও|ঘূর্ণীঝড় সিডর,আইলা কিংবা জলোচ্ছাশের দোলাচলের মধ্যেই তারা টিকে রয়েছে স্ব মহিমায়|
এই জেলাটিতে ইসলাম বিরধীরা কখন নিজেদের অবস্থান যুৎসই করতে পারেনি|দেশব্যাপী এটি জামায়াতের ঘাঁটি হিসেবেই সর্বাধিক পরিচিত|বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাওলানা সাঈদীর রায়ের পরে ঘটে যায় সাতক্ষীরার ইতিহাসে নজিরবিহীন ঘটনা|পুলিশ/বিজিবি/লিগের গুলিতে প্রায় দশ জনের মত শহিদ হন|ভুক্তভূগিদের ভাষ্য মতে সেদিন আওয়ামীলীগ একটি বাড়ির সাদ থেকে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে|তারপরে আরো কয়েকজন ভাই শহিদ হন|সংখ্যাটা সম্ভবত তখন ১৭জনে দাঁড়ায়|
কিছুদিন পূর্বে কয়েকজন লীগ কর্মী হত্যাকান্ডের শিকার হয়েছে|যার মধ্যে কয়েকজন বিক্ষুব্ধ জনতার পিটুনিতে মারা গিয়েছে|তবে তাদের অধিকাংশকে হত্যা করা হয়েছে রাতের আঁধারে|যার দায়ভার জামায়াতের ওপর চাপান হচ্ছে|কিন্তু আমি মনে করি এটা লীগের কাজ|তারা চাচ্ছিল অভিযান চালানোর মত পরিবেশ সৃষ্টি করতে|যে অভিযান এখন চলছে|সেদিন হিন্দু বাড়িতে হামলা চালাতে যেয়ে যুবলীগের একজন ধরা খেয়েছে অনেকেই জানেন|অথচ প্রথমালোর আজকের শেষ পৃষ্টার রিপোর্ট দেখলে আপনি অবাক হবেন|বিবিসি,প্রথমালুসহ অন্যন্য আওয়ামী মিডিয়া অভিযান চালাতে উৎসাহ দিয়েছে|
এই অভিযানে জামায়াত শিবির নেতা কর্মীদের বাড়ি ঘর লুট করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে কিংবা পুড়িয়ে দিচ্ছে|একতলা দুতলা এমনকি মসজিদগুলোর অবস্থাও শোচনীয়|রাস্তায় যাকে পাচ্ছে তাকেই নির্বিচারে গুলি করছে|গ্রাম থেকে গ্রাম মানুষ পালিয়ে বেড়াচ্ছে|অসহায় নারী শিশুও বাদ পড়ছেনা|আমি ৭১ দেখিনি,দেখিনি পাক বাহিনীর বর্বরতার কালো রাত কিন্তু আজ দেখছি|কিছুক্ষণ পূর্বে সংবাদ পেলাম অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে|সন্ধ্যাবেলা দ্বিতীয় দিনের মত আগড়দাড়ী গ্রামে অভিযান চলছে|গুলিবৃষ্টির মুখে সাধারণ জনতা প্রতিরোধ গড়ে তুলছে|
মনে রাখা দরকার,মশা যার রক্ত খায় তার হাতেই মরে|পৃথিবীতে কোন অত্যাচারী টিকে থাকতে পারেনি এদেশে কী তার ব্যতিক্রম হবে?কিছুতেই নয়|হাসিনার জন্য ভয়াবহ পরিণতী অপেক্ষা করছে|তখন ভারত পারবে কী রক্ষা করতে?
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন