একটি ""'V""' !!! :একটি ""বিজয়"" !!!
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১২ ডিসেম্বর, ২০১৩, ০৮:৫৯:৩৫ সকাল
মাত্র ঘন্টা কয়েক পরেই প্রাণপ্রিয় স্বামীর ফাঁসি হতে যাচ্ছে|তড়িঘড়ি তিনি পরিবারের সদস্যদের নিয়ে স্বামীর সাথে শেষ দেখা করতে গেলেন|শেষ দেখা,শেষ কথা,শেষ বিদায়!!! ভাবুনতো একবার কেমন সে দৃশ্য!
ওই স্থানে নিজেকে চিত্রিত করুন,বিদায় লগ্নে দাঁড়িয়ে আপনি!হৃদয়ের অন্দরে হাজার টন হাতুড়ি প্রতি নিশ্বাসের সাথে আঘাত করছে আপনার?পৃথিবী নামের গ্রহটিকে আপনার কেমন লাগছে?কেমন অনুভূত হচ্ছে মাটির গ্রহটির ধরা বাঁধা নিয়ম?পারছেন স্থির থাকতে?
পারবেন না,কিছুতেই না|উনিও পারেননি হয়ত!তবে পারতে ওনাকে এবং ওনার পরিবারকে হয়েছে|যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ান মানুষটি তাদেরকে সম্বোধন করে বলেছেন,"কেবল মাত্র ইসলামী আন্দোলন করার কারণেই আমাকে ফাঁসিতে ঝুলান হচ্ছে|সারা জীবনের শহিদ হওয়ার স্বপ্ন আমার পূর্ণ হতে চলেছে|আমি সম্পূর্ণ নির্দোষ|আমি শহিদ হলে তোমরা হবে শহিদের সৌভাগ্যবান আত্মীয়|ইতিহাস থেকে তোমাদেরকে শিক্ষা নিয়ে ধৈর্য ধরতে হবে|"যতেষ্ঠ একজন প্রকৃত মুমিন/মুমিনার জন্য এই কথাগুলো|কারণ,শহিদের যোগ্য উত্তোরসূরী হওয়টা সামন্য কিছু নয়!তার জন্য যেমন রয়েছে পুরষ্কার তেমনি পরীক্ষা|পরীক্ষা ছাড়া পুরষ্কার লাভ সম্ভব?
সাড়া জাগান 'V' চিহ্নটি সেই পরীক্ষায় সফলতার সাথে স্তরায়ীত হওয়ার প্রতীক|উনি বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন,আমার স্বামী ফাঁসিকে ঠিক সেভাবেই গ্রহণ করেছেন যেভাবে মানুষ যুদ্ধে বিজয়কে গ্রহণ করে|আমি তাঁর সৌভাগ্যবান স্ত্রী হয়ে সেই বিজয়ের অংশীদার|
এই "V" আমাদেরকে ভাবতে শেখায়|শুধু আমাদেরকে নয়,গোটা শাহবাগীদেরকেও|এই 'V' তাদের আঁধার ঘেরা অন্তরে একটু হলেও আঘাত করেছে|যদিও তাদের উপোলব্ধিকে গোপন করেছে এবং এই উপোলব্ধিকে ঢাকতে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছে|যেমনটা কাফেরেরা আজীবন করে এসেছে|এই চোচ্চুরীর প্রমাণ তাদের একটি অনলাইন পত্রিকায় গতকাল দেখলাম|"সত্যের পথে দৃঢ় অবিচল হে হামজা মালেকের ভাই!তোমাদের রেখে যাওয়া কাজ করে যেতে মোরা তোমাদের দোয়া চাই"
"মহীয়সী নারী জয়নব গাজালী তাঁর বোন যিনি!মায়েরা যেন এমন হয় তবেই আসবে জয় জানি"
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন