প্লেতে পড়ুয়া ছেলেটি বলে,সে দেব হবে!!! "ভয়ঙ্কর বাস্তবতায় ভয়ঙ্কর পরিণতী"
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৩ নভেম্বর, ২০১৩, ০৪:০০:১৫ বিকাল
:তুমি কি হতে চাও? :আমি দেব হব. :দেব হবে !!!প্রশ্নটি করেছিলাম আমার নতুন ছাত্রের কাছে,যখন তাকে পড়ানোর জন্য আমাকে ঠিক করে প্রথম পরিচয়ের জন্য নিয়ে যাওয়া হয়.কত আশ্চার্যের বিষয়,পাঁচ ছয় বছরের প্লেতে পড়ুয়া কচি খোকা বলে কিনা সে ভারতীয় ফিল্মের নায়ক দেব হবে!নামটা বেশ অর্থবহ.সাইফুল্লাহ অর্থ সে জানেনা.আমি বললাম তোমাকে আল্লাহর তরবারী হতে হবে,দেব নয়.
আজ চরম উদ্বেগের বিষয়,আমরা আমাদের সন্তানদেরকে দেব,শাহরুখ খান,শচিন হওয়ার স্বপ্ন দেখতে দেখছি.তাদের মাঝে দেখছিনা তারিক,বখতিয়ার,খালিদ,আলিদের মত মুসলীম বীর সেনানী হওয়ার বাসনা.স্বজাতির যে চেতনা তাদের মাঝে থাকার কথা ছিল তার বিন্দুমাত্র উপস্থিতি নেই!সেখানে ভর করেছে বিজাতীয় সংস্কৃতি.একটি জাতি তার স্বকীয়তা হারাতে এটুকুই যথেষ্ঠ যে জাতির সন্তানেরা নাম সর্বস্ব জাতির মাঝে অন্তুর্ভুক্ত থাকবে.শুধু তাই নয় এই সন্তানেরা জাতির মূল চেতনাকে ধূলিস্বাৎ করতে লড়াই করে."কোন জাতিকে তার চলার পথ থেকে বিচ্যূতির জন্য জাতীয় চেতনা/ভিত্তিগত বিষয়বস্তু ভুলিয়ে দেয়াই যথেষ্ঠ"মুসলিম জাতি আজ বিশ্বব্যাপী চরম লাঞ্ছিত,নির্যাতন বর্বতার শিকার.এর পিছনের কারণ,জাতির সন্তানদের থেকে জাতীয় চেতনাকে ভুলিয়ে দেয়া.এটিও একটি যুদ্ধ,বিশ্বব্যাপী চলমান জাতিতে জাতিতে যুদ্ধের.মুসলিমেরা ঐতিহ্যগতভাবে সমরাস্ত্রের দিক দিয়ে চীরকাল পিছিয়ে থাকলেও বিজয় অর্জনের দিক দিয়ে তারা ছিল অপরাজেয় শক্তি.এই বিজয়ের কারণ তাদের ঈমান/জাতীয় বিস্বাসগত বিষয়বস্তু.পরাজীত শক্তি মুসলিমদের পরাভূত করতে মূল স্থানটিকে বেছে নিল.বিশ্বাসকে ভুলিয়ে দিতে শুরু করল এক নিরব দীর্ঘ মেয়াদী যুদ্ধ.তলানী শূন্য জাতির এই মুহূর্তে কিছুই করার নেই পরাজীত হওয়া ছাড়া.যারা জাতির অস্তিত্ব রক্ষার্থে লড়ছে তাদেরকে প্রথম বাঁধার মুখে পড়তে হচ্ছে নিজের জাতীর সদস্যদের নিকট থেকেই.এর কারণ সেই বিশ্বাসগত জাতির সদস্যরা হারিয়ে ফেলেছে.বিজাতীয়রা তাদের নিরব যুদ্ধে জয়লাব করেছে/করছে.তাদের ভয় নেই মুসলিম ঘোড় সোয়ারী বীর জোয়ানদের থেকে প্রতিরোধ প্রতিশোধের ডঙ্কা বাজার.
চলমান এই স্রোতকে প্রতিরোধ করতে নাপারলে জাতি হিসেবে আমাদের যেটুকু অস্তিত্ত রয়েছে সেদিন বেশী দূরে নেই যেদিন সেটুকুও খুজতে ইতিহাসের পাতায় দৃষ্টি দিতে হবে.
প্রতিকার,প্রতিকার করতেই হবে|||কিন্তু সেটি কিভাবে???
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন