আসুন,কে কোন উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করছে দেখে নেই

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১৭ নভেম্বর, ২০১৩, ০৯:০৭:১৩ রাত

বর্তমানে ফেসবুক ব্যবহার কারীর সংখ্যা বাংলাদেশের শহর নগর ছেড়ে গ্রামে গঞ্জে ব্যপকভাবে ছড়িয়ে পড়ছে|তরুণ প্রজন্মের বিশাল একটি অংশ আসক্ত হয়ে পড়ছে ফেসবুকের প্রতি|যে ইন্টারনেটের কিছুই বোঝেনা তার ও একটি আইডি থাকা চাই!এর যেমন রয়েছে ভালো দিক তেমনি খারাপ দিকও রয়েছে|বিশাল অঙ্কের ফেসবুক ব্যবহারকারীরা কয়েক ভাবে ফেসবুককে উপভোগ করছে|এই সংখ্যাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়|দেখুনতো আপনি কোন শ্রেণীতে রয়েছেন!

১.ফেসবুককে একাংশ লেখা লেখির মাধ্যম হিসেবে গ্রহণ করেছে|এদের মাঝেও রয়েছে কয়েকটি প্রকরণ|যথা-

ক.ইসলাম ও ইসলামী আন্দোলন নিয়ে লেখক শ্রেণী| খ.ইসলাম বিদ্বেষী ও অন্য ধর্ম নিয়ে লেখক শ্রেণী| গ.সাহিত্য নিয়ে লেখক শ্রেণী| ঘ.রাজনীতি নিয়ে লেখক শ্রেণী| ঙ.হাস্য রষ,ফালতু কিংবা যৌন বিষয়ক লেখক শ্রেণী|

২.শখের ব্যবহারকারী|এই শ্রেণিটি একান্ত শখের বশে ফেসবুকে একটি একাঈন্ট খুলে রেখেছে|মাঝে মধ্য তারা একটু আধটু ঘুরে যায়|

৩.সময় কাটান কিংবা চ্যাটিং এবং একে অন্যের যোগাযোগ করার উদ্দেশ্যে ব্যবহারকারী|এই শ্রেণী বন্ধুদের সাথে আড্ডা,চ্যাটিং,প্রেম ইত্যাদী করে থাকে|এদের পদচারণা খারাপ পেজগুলোতে বেশী হয়ে থাকে|

৪.গোয়েন্দা শ্রেণী|যারা বিভিন্ন ফেক আইডির মাধ্যমে গোয়েন্দা গিরিতে লিপ্ত থাকে|

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File