সাক্ষাৎ বিপদ থেকে.....
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ৩১ অক্টোবর, ২০১৩, ১১:০৭:৩২ রাত
সেদিন আসরের নামায পড়ে আসতেছিলাম|খেয়াল তো আর আকাশ কিংবা গাছের দিকে থাকেনা!সেজন থাকে ভাবনার ভূবনে|ডানা মেলে ঘুরে ফেরে সেই ভূবনের একোণ থেকে সেকোণ|দুই চোখ,সেত বার্তা পাঠায় মন,তোমার ভাবনার বিষয় এটি কিংবা সেটি!
যাইহোক,আনমনে হাটতে ছিলাম মেসের উদ্দেশ্যে|গলি পথটায় কয়েকটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে|উপরের দিকে কিছু একটার শব্দে মনটা একটু কেঁপে উঠল|আর যায় কোথায়,কচি ডাব ডান হাতের কনুই ছুঁয়ে অঙ্গুলি স্পর্শ করে ভূপাতিত হল জমীনে!
আচ্ছা,আমার আল্লাহ এত্ত দয়ালু?এত্ত পাপ করছি তারপরেও!এরকম কত বিপদ থেকে বেঁচে গিয়েছি তাঁর দয়ায়...
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন