এসএসসি পরীক্ষার্থী অত্যন্ত মেধাবী শিবির কর্মীর প্রশ্ন কেন তাকে মিছিলের দাওয়াত দেয়া হয়না!
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৮ অক্টোবর, ২০১৩, ১১:২২:৪৪ রাত
ভাবছিলাম ওকে ফোন দেব যে আগামী মাসে তোমাকে কন্টাকে যেতে হবে|আমার দেয়ার পূর্বেই তার ফোন,ভাইয়া,আজ কোন কর্মসূচী নেই? বললাম চারটার পরে ১৮দলের মিছিল রয়েছে|বলল আমাকে নিয়ে যাবেন,কোথায় আসতে হবে?
বয়স সম্ভবত ১৫ থেকে ১৬ হবে|এবার এসএসসি পরীক্ষার্থী|দুর্দান্ত মেধাবী এই যুবকটি জেএসসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বিত্তিসহ বোর্ডের মেধা তালিকায় তিন নম্বরে|সদা হাস্যোজ্জল ফুটফুটে চেহারার যুবকটির দ্বিনের কাজে আগ্রহ দেখে মনে হয় ইনশা আল্লাহ আগামী দিনে ইসলামী আন্দোলন একটি ভালো মানের দায়িত্বশীল পাবে|
তারপর আমরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষে ফিরছি|
*ও আমাকে বলল ভাইয়া কর্মসূচী থাকলে আমাকে দাওয়াত দেননা কেন?
আসলে ওযে অনেক ছোট এবং পরীক্ষার্থী এজন্য কঠিন কর্মসূচীতে দাওয়াত দেয়া হয়না|
*চলতে চলতে বলছিলাম মিছিলে গেলে পুশিশ গুলি করে,গ্রেফতার হতে হয় তাতো জান|
*ও বলে আমিও ঢিল মারব|
গ্রেফতার হলে চরম মার আর জেলতো আছেই উত্তরে বললাম|
*পুলিশ ছোট মানুষ ধরবেনা|
বললাম ছোটদেরকেও ধরে এবং কিশর জেলে পাঠায়|
সরল উত্তর কিশর জেলে যাব!
শফিক নামের এই কচি ছেলেটা আমার থেকেও হাজার গুণে উত্তম,উত্তম তাদের থেকে যাদের দেহে বয়ে চলেছে যৌবনের পূর্ণাঙ্গ রক্তকণিকা,শক্তির অধিকারী অফুরাণ সত্তেও ভীরুতায় নিমজ্জিত হওয়ায় তাদের শক্তি সামথ্যকে স্বযত্নে লালন করে ঘরের কোনে|কিংবা সে শক্তিকে কল্যাণের পথে সৃজনের পরিবর্তে ধ্বংসের কাজে লাগায়|কবে যেন দেখেছিলাম সাঈদী হুজুরের রায়ের পরে রক্তমাখা এক বৃদ্ধেকে পুলিশ মিছিল থেকে ধরে নিয়ে যাচ্ছে|ওই বৃদ্ধের মাঝে যৌবন নেই কিন্তু যৌবনের শক্তি রয়েছে|
পৃথিবীতে কোন বিপ্লব ঘটাতে যুবকদের ভূমিকাই প্রধান|অজশ্র তাঁজা প্রাণ ঝরে যায়,শত অত্যাচার নির্যাতন,তারপর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়|ইসলামের সোনালী যুগে হযরত মায়াজ মুয়াজ রাঃ ঘটনা মনে পড়ে|
ছাত্র শিবিরকে এদেশে প্রতিষ্ঠিত মানব রচিত মতবাদকে ছিন্নভিন্ন করে কোরআনের বিধান প্রতিষ্ঠায় সদা জাগ্রত যুবকদের ভূমিকা পালন করতে হবে এবং হচ্ছেও তাই|মনে রাখতে হবে দ্বিনের বীজয় পাওয়ার মত ঈমানিয়াত আমাদের মাঝে অনুপস্থিত|যতটুকু ময়দানে দেখান সম্ভব হচ্ছে এতে গর্বের কিছু নেই|এটি চূড়ান্ত পর্যায়ের নিম্নতর স্তর|
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন