"২৮"শে অ ক্ট ব র ! ! !

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২৭ অক্টোবর, ২০১৩, ০৯:৩৮:১৮ রাত

২৮শে অক্টবর!

ভুলি নাই আজো

ভুলবনা কিছুতেই

হৃদয়ে বইছি আজো

সে ব্যাথার ভার

২৮শে অক্টবর!

আওয়ামী তাণ্ডবে

হারিয়েছি সাথিদের

যায় কী ভোলা কূভু

বৌঠাধারী হায়েনার!

২৮শে অক্টবর!

নির্মম আহা,বর্বর

রক্তের গড়াগড়ি

শরীর চুইয়ে রাজপথ

যেথায় অমলীন ঝরঝর

২৮শে অক্টবর!

লজ্জিত মানবতা

কেঁদেছিল ডুকরে

শহিদের সাথিরা

কাঁদে আজো বার বার

২৮শে অক্টবর!

পাইনি বিচার

ছেলে হারা মায়েরা

তাঁরা চায় বিনীময়ে

দ্বিনের বীজয় দেখবার

২৮শে অক্টবর!

আজ সেই দিন

ঘুরে ঘুরে এসেছে

এদিনে দেখতে চাই

পতন হায়েনার

২৮শে অক্টবর! Praying Praying Praying Praying Praying

বিষয়: সাহিত্য

৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File