উত্তর বঞ্চিতের অভিযোগে"বাঁশেরকেল্লা"র বিরুদ্ধে তাঁরই একজন ফ্যানের ফ্যানাদালতে মামলা দায়ের!!!

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০১ অক্টোবর, ২০১৩, ০১:২৩:৫০ রাত

দেশ বিদেশে বহুল আলোচিত ফেসবুক পেজ 'বাঁশেরকেল্লা'র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে|এই মামলায় অভিযুক্ত করা হয়েছে বাঁশেরকেল্লার অদৃশ্য এডমিনদেরকে|তাঁদের বিরুদ্ধে অভিযোগ,আজ রাত্রে এডমিনগণ তাঁদের প্রায় সাড়ে চার লক্ষ ফ্যানের নিকট জানতে চায় পেজের নামটা বাঁশেরকেল্লা রাখার কারণ ফ্যানগণ কী মনে করেন?একে একে পড়তে থাকে কমেন্ট আর বাঁশেরকেল্লা তার উত্তর দিতে থাকে|যদিও বাঁশেরকেল্লা খুব কমই কমেন্টের উত্তর দিয়ে থাকে|কিন্তু দুঃখের কথা হলো,বাঁশেরকেল্লা সকল ফ্যানের কমেন্টের উত্তর দিতে ব্যার্থ হওয়ায় একজন ফ্যান মামলা দায়ের করে|

post of Basherkella,

"বাঁশেরকেল্লা" পেইজ চালু করার

পরে অনেকেই জিজ্ঞাসা করেছে- এই

নামটি পছন্দ করার কারন কি?

মিটিমিটি হেসেছি। বলেছি,

সে কারন বের করার দায়িত্ব

ফ্যানদের উপর। তবে আমার মনে হয়,

এ নামটি আসলেই অনেক

বেশী পছন্দ হয়েছে ফ্যানদের। তার

একটি প্রমান হল-

ফেসবুকে "বাঁশেরকেল্লা" নামেই শত

শত পেইজ খুলে ফেলা।

যাহোক, প্রিয় ফ্যানদের

কাছে আমিই প্রশ্ন করছি-

"বাঁশেরকেল্লা নামটি পছন্দ করার

কারন" আসলে কি ছিল

বলে মনে করেন আপনারা?

- এডমিন

............

_______

এই মামলার বাদী বাঁশেরকেল্লার একজন পাগল ভক্ত|ব্যাক্তিটি মনের দুঃখে এমন কাজ করতে বাধ্য হয় যাতে বাঁশেরকেল্লা তার ফ্যানদেরকে সমান দৃষ্টিতে দেখে|মামলার এজহারে বলা হয়,বাঁশেরকেল্লা এদেশের মুক্তিকামী জনতার প্রাণের স্পন্দন|একটি সংগ্রাম,একটি আদর্শিক প্রতিষ্ঠান হয়ে তার ফ্যানদেরকে এমন ভাবে বঞ্চিত করতে পারেনা|কেন বাঁশেরকেল্লা প্রথম কিছু কমেন্টের উত্তর দিল আর পরের কমেন্টের দিলনা?যা কিনা তাঁর আদর্শের সাথে সাংঘর্ষিক!

এই মালায় বাদী উত্তর বঞ্চিত কিছু ফ্যানকে সাক্ষী হিসেবে দেখিয়েছেন|মামলাটি করা হয়েছে বাঁশেরকেল্লার প্রায় সাড়ে চার লাখ ফ্যানের আদালতে|যেহেতু এই ফ্যানদের নিকট এই অভিযোগ পৌছান একমাত্র বাঁশেরকেল্লার মাধ্যমেই সম্ভব তাই বাঁশেরকেল্লাকে নিরপেক্ষ থেকে সততা এবং নিজেদের জবাবদিহীতার প্রমাণ রাখতে মামলার এই বক্তব্যটিকে পোস্ট এবং সেই সাথে স্টিকি করতে অনুরোধ করা যাচ্ছে|অন্যথায় প্রমাণিত হবে বাঁশেরকেল্লা তাঁর ফ্যানদের থেকে জবাবদিহীতার ঊর্ধে এবং দায়েরকৃত অভিযোগে অভিযুক্ত|

বিষয়: বিবিধ

১৬৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File