"মহাজোট সরকারের বিদ্যুত খাতের সফলতা এবং হুমকি ধামকি:একটি গ্রাম্য পর্যালোচনা"
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ২২ আগস্ট, ২০১৩, ০৮:১৬:২৪ সকাল
আমাদের প্রধানমন্ত্রী এবং তার
অন্যান্য গুণধর
মন্ত্রী এমপিরা প্রায় বলছেন
সরকারের বিদ্যুত খাতের সফলতার
কথা|প্রধানমন্ত্
রী এক্ষেত্রে সকলকে ছাড়িয়ে|
সিটি নির্বাচনে জনগণ যখন
তাদেরকে চরমভাবে প্রত্যাক্ষাণ করল
তখন প্রধানমন্ত্রীর আফসোসের
শেষ রইলনা| "এত উন্নয়ন করে লাভ
কী যদি জনগণ ভুলে যায়!!"এছাড়াও
অনেক কথা আমরা শুনছি বা শোনান
হচ্ছে|রোযার পরে "লোর্ড সেডিং"
বাড়িয়ে দেয়ার
ঘোষণা এল,আমি একে ঘোষণা বলবনা,
এইতো সেদিন
১৬কোটি জনতাকে শুনতে হলো,লোর্ড
সেডিং দু'ঘণ্টা করে বাড়ানোর
ঘোষণা!এই বিদ্যুত খাতের প্রকৃত
অবস্থা কী!যা নিয়ে মোহাজোট
সরকারের হুমকি ধামকি শুনতে হচ্ছে!
আসলে বিষয়টা খতিয়ে দেখার
দাবি রাখে|
আমি শহরের বিদ্যুত
কিংবা উৎপাদন শীল খাতগুলোর
বিদ্যুতের সার্বিসের কথা বলবনা|
কারণ সে বিষয়ে আমি তেমন কিছু
জানিনা|তবে শহরের বিষেশত
মহানগরী পর্যায়ে দেখছি মোটা মুটি ভালো
রয়েছে|কিন্তু
একটা বৃহতাংশ,না বৃহতাংশ
বলবনা বলবো সর্বাধিক সংখ্যক
মানুষ গ্রামে বাস করে,সেখানকার
বিদ্যুত সরবরাহ কেমন একটু
দেখে নিতে পারি|
এবিষয়টা উপস্থাপনের সময় গেল
বছর প্রকাশিত প্রথম
আলো পত্রিকার বাৎসরিক জরিপের
কথা মনে পড়ে গেল|প্রথম
আলো তাদের
জরিপে বলেছে বর্তমান সরকারের
জনপ্রিয়তা শহরে কমেছে আর
গ্রামে বৃদ্ধি পেয়েছে!!
আমি নিতান্তই অবাক হয়েছিলাম
এই জরিপের ফলাফল দেখে|আমার
মনে হয়েছে প্রথম আলো "ধরিবে মাছ
নাছুইয়া পানি"এরকম
একটা পন্থা নিয়ে জরিপটি করেছে|
পত্রিকাটি নিরপেক্ষতার
কথা বলে,আমি বলব নিরপেক্ষতার
ভান ধরে|একদিকে তাদের পাঠকদের
দেখাতে পারে আমরা নিরপেক্ষ
অন্যদিকে সরকারকেও সন্তুষ্ট
রাখতে পারে এমনি বহিঃপ্রকাশ
বলে মনে হয়|বিরধী দলগুলোর
সরকারের
বিরুদ্ধে দেয়া কর্মসূচীতে আমরা গ্রা
লোকদের বেশী সম্পৃক্ত
হতে দেখি যেটা প্রথম আলোর
জরিপকে প্রশ্নবিদ্ধ করে|গ্রামের
বিদ্যুতের অবস্থার কথা বলছিলাম|
আমার বাস্তব
অভিজ্ঞতা তুলে ধরছি,সকাল ৬
কিংবা ৭টার সময় সময় বিদ্যুত
চলে যায় আসে ৩টা থেকে ৪টার দিকে|
তারপর ঘণ্টা দুই থেকে আবার
চলে যায়|ঘণ্টা দুই পরে আসে আবার
৭টা কিংবা ৮টার দিকে চলে যায়|এটার
ব্যতিক্রম ও হয়|তবে সকাল
থেকে বিকাল অবধি একটানা বিদ্যুত
নাথাকাটা রুটিনে পরিণত হয়েছে|
রাত্রে কয়েকবার যাওয়া আসা করলেও
দিনের তুলনায় ভালো থাকে|কিন্তু
গ্রামের মানুষের রাত্রের বিদ্যুত
ঘুমিয়ে ঘুমিয়ে উপভোগ
করা ছাড়া বিকল্প কিছু নেই|গ্রামের
ছাত্ররা সন্ধ্যায় যখন
পড়তে বসে তখন বিদ্যুত
আসা যাওয়া করে|এটা আমার এলাকার
কথা বললাম|আপনার গ্রামের
অবস্থা হয়ত ভিন্ন
হতে পারে তবে মনে হয় খুব
বেশী ভিন্ন হবেনা|
এখন বিবেচনার বিষয় বিদ্যুত
খাতে আমাদের বর্তমান সরকারের
মহা সফলতা এবং তার জন্য
জনগণকে হুমকি ধামকি দেয়া কতটুকু
যুক্তি যুক্ত হচ্ছে!
বিষয়: রাজনীতি
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন