ভাবছো কি কেউ?
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৯ আগস্ট, ২০১৩, ০৩:২০:৩৬ দুপুর
ভাবছো কি কেউ ওদের জন্য
করেছ কি কেউ কিছু
গরিব দুঃখি সহায়হীনে
ভাঙ্গছো উচু নিচু?
ওদেরতো নাই নতুন পোশাক
কেনার মত টাকা
শিরনি পায়েশ পাবে কোথায়
পকেট তাদের ফাকা!
যে শিশুটির খালি পা
ছেড়া জামা গায়
পিতা তার কেমনে দেবে
সামান্য যার আয়!
তুমি তোমার সাধ্য মত
হাত বাড়াতে পারো
বাসবে ভালো তোমায় ওরা
করবে দোয়া আরো|
বিষয়: সাহিত্য
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন