কবিতা নবীর শিক্ষা
লিখেছেন লিখেছেন শীরাপ ০৪ আগস্ট, ২০১৩, ১২:০১:২৫ দুপুর
তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে,
ধারা পরিবার বাড়ীতে আমার উপুশ করিয়া মরে,
নাই পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি
হে দয়াল নবী দাও কিছু মুরে না হলে পরানে মরি
নবী কহিলেন তুমার ঘরে কি কিছু নাহি
বলিলেন সে আছে শুধু মুর কাছে কম্বল একখানি
নবী কহিলেন নিয়ে দাও তাহা মুরে আনি
সম্বল তার কম্বল খানি আনিয়া তাহার করে
অর্ধেক দাম দিলেন রাসুল খাদ্য কিনার তরে
বাকি টাকা দিয়ে কিনিল কুঠার হাতর লাগিয়ে নিজে
কহিলেন যাও কাঠ কেটে খাও দেখ আল্লাহ করে কি যে,
সে দিন হতে শ্রম সাধনায় ডালিল ভিখারীর প্রান
বনের কষ্ঠ বাজারে বেচিয়া দিনেরে করে গুজরান
অভাব রহিল না আর হইল সে সুখী ভবে
নবীর শিক্ষা করনা ভিক্ষা মেহেনত করে খাও সবে।
বিষয়: বিবিধ
৩৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন