সিংড়ায় তাফসির মাহফিলে আওয়ামী লীগের হামলা

লিখেছেন লিখেছেন বুঝিনা ০৮ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৩:৫৬ দুপুর

নাটোরের সিংড়ায় এমপি জুনাইদ আহমেদ পলকের নিজ গ্রামে তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাফসিরুল কোরআন মাহফিলে হামলায় মাহফিল পণ্ড হয়ে গেছে। সিংড়ার তেলীগ্রামে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনার পর জনরোষ থেকে বাঁচতে আওয়ামী লীগের ওই নেতাকর্মিরা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

মাহফিল কমিটি, স্থানীয় লোকজন জানান , প্রায় ৪১ বছর থেকে গ্রামবাসীর আয়োজনে তেলীগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল হয়ে আসছে। সে রীতিতেই শনিবারও মাহফিল চলছিল। রাত সাড়ে ১২টার দিকে মাহফিলের প্রধান বক্তা মাওলানা তৈয়বুর রহমান বক্তব্যদান আল্লামা সাঈদীর মুক্তি দাবি করলে এমপি জুনাইদ আহমেদ পলকের চাচাতো ভাই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিয়াকত আলী মুক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী সাবেক মেম্বার তোরান আলী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিলুসহ আওয়ামী লীগের ১০/১২জন নেতাকর্মী মঞ্চের পেছন থেকে হামলা করে। এ সময় তারা বক্তাকে লাঞ্ছিত করে ও মাইক কেড়ে নিয়ে মঞ্চে ভাংচুরের চেষ্টা করে। এ ঘটনায় উপস্থিত শ্রোতারা বিক্ষুব্ধ হয়ে উঠে আক্রমণকারীদের তারা করে তারা পালিয়ে যায়। এতে তাফসির মাহফিলে উত্তেজনা দেখা দেয় এবং মাহফিল পন্ড হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শ্রোতারা বক্তাকে নিরাপদ স্থানে পৌছে দিলে তিনি এলাকা ত্যাগ করেন। পরে অন্য মাওলানা দিয়ে মোনাজাত করে মাহফিলের তাবারক বিতরন করলেও লোকজন চলে যাওয়ায় প্রচুর পরিমান তাবারক বেচে গেছে। এ ঘটনায় গ্রামবাসী ও শ্রোতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনরোষ থেকে বাঁচতে আক্রমণকারী আওয়ামীলীগের নেতারা আত্মগোপন করেছেন বলে জানা গেছে।

উৎসঃ মানবজমিন

http://www.bdtomorrow.com/newsdetail/detail/200/57792

বিষয়: বিবিধ

১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File