গ্রেপ্তার করতে আসলে আত্মহত্যা করবো: এরশাদ
লিখেছেন লিখেছেন বুঝিনা ০৫ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৫:০৬ সকাল
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: কোনো ধরনের গ্রেপ্তারের চেষ্টা করা হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবকে রাষ্ট্রপতি এইচএম এরশাদ।
বুধবার রাত ১১টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনের নিচে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হলে তিনি নিজেই আত্মহত্যা করবেন। এজন্য তিনি শিয়রের কাছে চারটি বুলেট প্রস্তত রেখেছেন।
রাতের পোশাক পরিহিত এরশাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অনেকটা দৃঢ় চিত্তে সাবেক এ সেনাপ্রধান বলেন, ‘আমি কোনো কিছুকে ভয় করি না। আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হলে আমি নিজেই সুইসাইড করবো।’
প্রসঙ্গত, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নিজ দলের প্রার্থীদেরকে মনোয়নপত্র পত্যাহার এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকার থেকে দলের সদস্যদের পদত্যাগের নির্দেশ দেন তিনি।
এর পরপরই র্যাব, পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা বিপুল সংখ্যক সদস্য তার বাসভবন ঘেরাও করে রাখে। এতে সহসাই এরশাদ গ্রেপ্তার হচ্ছেন এমন গুজব ছড়িয়ে পড়ে।
http://www.rtnn.net//newsdetail/detail/1/1/74475#.UqAU3NIW2lc
বিষয়: রাজনীতি
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন