বাংলাদেশে পারমানবিক বোমা !!!!
লিখেছেন লিখেছেন বুঝিনা ০৮ অক্টোবর, ২০১৩, ০২:২৯:৪৬ দুপুর
আসুন জেনে নিই কিভাবে... কি.হয়.....
১. ৭/১০/১৩ তারিখ ১১টার দিকে দারুল ইফতা বিভাগের তৃতীয় তলার একটি কক্ষে আইপিএস বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
২. পরবর্তী সময়ে ফায়ার ব্রিগেডের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে ।
৩. দুপুর বেলা পুলিশ ও ফায়ার সারভিস কোন বারুদের উপস্থিতি পা্য়নি।
৪. পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটেছে দাবি করে মিছিল বের করে।
৫. সন্ধ্যার পর পুলিশ তল্লাশি চালিয়ে ওই কক্ষ থেকে হাতে তৈরি ৩টি তাজা বোমা সহ বিপুল মারাত্মক গ্রেনেড় তৈরীর মালামাল উদ্ধার করে ( সব পুড়ে গেছে, কিনতু ঐ গুলি ফাটে নাই !!!!!)
৬.মুফতি ইজহারুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে ১৮ বোতল অ্যাসিড জাতীয় পদার্থ উদ্ধার করেছে পুলিশ ( মনে হয় এসিড ফ্যাকটরি!!!!!)
তাই, যারা বুদ্ধিমান ও বুঝে তাদের কাছে প্রশ্ণ
৭ ঘন্টায় আইপিএস গ্রেনেড় হলে, তা পারমানবিক বোমা হতে কতদিন লাগবে????
অপটফিক: মাদরাসা বন্ধ, শহরে হেফাজত কেমনে আন্দোলনে নামবে, সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে কৈাশলে।
এই রকম আর ও বন্ধ হবে।
বিষয়: বিবিধ
১৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন