আপনি কি দেশের শত্রু না বন্ধু প্রমান করুন । (((মঙ্গলবার )))

লিখেছেন লিখেছেন বাঘা ওসমান ২৬ এপ্রিল, ২০১৫, ১০:৩৯:৪৫ রাত

সরকারের দুর্নীতি নিয়ে গবেষণার কিছু নেই। দুর্নীতি আওয়ামী লীগের ঐতিহ্যগত। আওয়ামী লীগের প্রাণপুরুষ মরহুম শেখ মুজিবর রহমান বেদনার সাথে বলেছিলেন ‘মানুষ পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। সাতকোটি মানুষ, আট কোটি কম্বল, আমার কম্বল কয়’। আওয়ামী লীগের প্রাণপুরুষের এই মন্তব্যই প্রমাণ করে তাদের দুর্নীতির।

কাকতলীয়ভাবে মরহুম শেখ মুজিবর রহমানের কন্য শেখ হাসিনা বর্তমানে সেই চোরের খনির পাহারাদার হয়েছেন।

সিরিজ কেলেঙ্কারি, গুম, খুনসহ মানবাধিকার বিঘ্নের ঘটনা। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি, নিম্নমুখী শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনিসহ আর্থিক ও ব্যাংকিং খাতে সরকারের দুর্নীতি । সোনালী ব্যাংকসহ অন্যান্য সরকারি ব্যাংকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারের উপদেষ্টা ও সমর্থকরা দুর্নীতিতে জড়িয়ে পড়ায় সরকারের আর্থিক খাতে সুশাসনের অনুপস্থিতি পরস্ফুিটিত হয়। বর্তমান মহাজোট সরকারের এ সমস্ত ব্যর্থতার জন্য দেশের অধিকাংশ মানুষ অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকে অসফল বলে মত দিয়েছেন।প্রশাসনিক ক্ষেত্রে রেল কেলেঙ্কারি, যোগাযোগ খাতে অব্যবস্থাপনা ও রাজনীতিকীকরণ সরকারের রাজনৈতিক দুর্নীতির চরম বহিঃপ্রকাশ ঘটছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, মুখপাত্র সালাউদ্দিন আহমেদ, পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম, সৌদি কূটনীতিক খালাফ আল আলী , পথচারী বিশ্বজিতকে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও রাতের আধারে হেফাজত কর্মীদের উপর পুলিশি আক্রমন , নির্বিচারে জামায়াত-বিএনপির নেতাকর্মীদেরকে বন্দুক যুদ্ধের নাম করে হত্যাসহ অসংখ্য গুম ও খুনের ঘটনা সরকারের পরিকল্পনায় সংঘটিত হয়েছে । সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা না হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাও হয়েছে প্রশ্নবিদ্ধ। সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের এ ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বর্ষবরনে বস্ত্রহরণ , শিক্ষা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়া, আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলা ও এসিড নিক্ষেপ, টেন্ডারবাজি, হত্যা, খুন ও ধর্ষণের ঘটনা জাতিকে কলঙ্কিত করেছে।

এছাড়া বিরোধী দলের প্রতি বর্তমান মহাজোট সরকারের চরম অসহিষ্ণু মনোভাব ও দমন-পীড়ন নীতি, আন্দোলনকারী প্রধান নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি, গুম ও গ্রেফতার গোটা বাংলাদেশকে যেন একটা কারাগার বানিয়েছে হাসিনা সরকার ।

এরপরেও যদি আপনার মূল্যবান ভোটটা ঐ খারাপ লোকদের দলে যায় তাহলে বাংলাদেশের যে ক্ষতি হবে তার জন্য আপনিও দায়ী থাকবেন । প্লিজ মঙ্গলবার ঐ ভোট চোরদের দেখিয়ে দেন এখন এদেশের জন্য হাজারো সৎ সাহসী দেশ প্রেমিক রয়েছে যারা সদা সর্বদা এদেশের উন্নতি কামনা করে এবং সে অনুয়াযী কাজ করে ।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317027
২৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩১
নিরবে লিখেছেন : Good try.
317048
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৯
শেখের পোলা লিখেছেন : এ মতের সাথে মিল রেখে আমিও সবার প্রতি আহবান জানাই৷
317057
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৭
ইবনে হাসেম লিখেছেন : সহমত। যারা আম্লীগ কে এরপরেও ভোট দিবে তারাই দেশের শত্রু
317149
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
317156
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৩
হতভাগা লিখেছেন : বাংলাদেশের বেশীর ভাগ মানুষ এখনও আওয়ামী লীগকে পছন্দ করে ।

কারণ '' আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদেশের মানুষ কিছু না কিছু পায় , আর অন্যেরা লুটে পুটে খায়''

জনগনের এমন কাউকে চুজ করা উচিত হবে না যারা কি না নিজেরাই আছে দৌড়ের উপ্রে ।

মাজা ভাঙ্গা , পলাতক নেতাদের চেয়ে কর্মঠ নেতা কর্মীদেরই দেশের জন্য ভাল কিছু করার সুযোগ বেশী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File