কারবালা ====== আর আজকের গাজা ““জানি সবাই লেখাটি পড়বেন , কিন্তু কাদঁবেন না , প্লিজ ”””

লিখেছেন লিখেছেন বাঘা ওসমান ১৫ জুলাই, ২০১৪, ১২:৪৮:০৪ রাত

ফিলিস্তিনের গাজায় চলছে টানা আটদিনের ইসরাইল তথা জায়নিস্ট দানবীয়তা । পুরো চিত্র না হয় নায়ি তুলে ধরলাম , শুধু এ কারবালাসম কাহিনীর সংক্ষিপ্ত বর্ননা । প্লিজ কাঁদবেন না । কান্নার সময় নাই । আসুন প্রতিরোধের মানসিকতায় নিজেকে তৈরী করি । যাতে করে আমাদের সোনার বাংলায় স্বৈরাচারী হাসিনা এমন কোন সুযোগ নিতে না পারে । কারণ আজ বাংলাদেশেও নির্বিচারে প্রতিদিনই ইসলামী আন্দোলনের বিপ্লবী সেনাদেরকে অন্যায় ভাবে গারদে ডুকানো হচ্ছে ।

যাক এখন বলি কি সেই হৃদয় বিদারক কাহিনী ..................... আর এ সত্য ঘটনাটি বুঝতে পারলেই আপনি ইসরাঈল নামক জানোয়ারদের প্রকৃত রুপ বুঝতে পারবেন এবং বিষয়টা একদম ফর্সা হয়ে যাবে।

গাজার একটি নড়বড়ে আশ্রয় থেকে ভোরে খাবার কিনতে বের হয়েছেন একজন ফিলিস্তিনি মহিলা। দু’দিন থেকে ঘরে খাবার নেই। ২০০৬ সালে ইসরাইলের রক্তক্ষয়ী আগ্রাসনে স্বামী এবং ছেলেকে হারিয়েছেন। ১৬ নভেম্বর ইহুদিবাদের নতুন হামলার পর থেকে দুই শিশুপুত্র এবং এক কন্যাকে নিয়ে অস্বাভাবিক আতঙ্কে প্রায় উপবাসে কাটছে তাদের বিনিদ্র রাত, বিভীষিকার ঘেরাটোপে মোড়া প্রতিটি দিন। তার মাথার উপর মৃত্যু পরোয়ানা নিয়ে গোত্তা মারছে ইসরাইলি ড্রোন। ঢিলছোড়া দূরত্বে ফাটছে ক্ষেপনাস্ত্র। কানফাটা গর্জন তুলে ইসরাইলি ফাইটার থেকে ফিলিস্তিনিদের দিকে ছুটে আসছে, ভারি মেশিনগানের হাজার হাজার বুলেট। উপোসী বুকের তিন মানিকের খাবার যোগাতে খাদিজা মৃত্যু পরোয়ানা ভুলে পথে নেমেছেন খাদ্য বিক্রেতা ভ্যানের সন্ধানে। আকাশজুড়ে ড্রোন, জঙ্গি বিমানের সাথে পাল্লা দিয়ে ইসরাইলি স্থল ও মেরিন সেনাদের ছোঁড়া ভারি কামান, মর্টারের শেল আছড়ে পড়ছে চারপাশে। ধোঁয়া-আগুনের আড়ালে লজ্জায় মুখ লুকিয়েছে ভোরের সূর্য। বারুদের ঝাঁজালো ভারি বাতাস টানতে কষ্ট হচ্ছে খাদিজার। অনেক কষ্টে খাদিজা কিছু খাবার সংগ্রহ করেন। মৃত্যুকে ফাঁকি দিয়ে ফিরে আসেন আশ্রয়ে। হায়! কোথায় তার আশ্রয়? ড্রোনের নির্ভুল নিশানায় আশ্রয় ছিন্নভিন্ন হয়ে গেছে। ভয়ঙ্কর মিসাইল চিরদিনের জন্য আত্মজদের মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিয়েছে। পোড়া বাড়ির অঙ্গারের সাথে রোস্ট হয়ে আছে তিন শিশুর মৃতদেহ। খাদিজা খাবার ছুঁড়ে ফেলে অঙ্গারে ঝাঁপ দিয়ে তুলে আনেন ঝলসানো শিশুর দেহ। সর্বহারা খাদিজার বিলাপ আর মাতম মহরমের বিভীষিকাকেও ম্লান করে দেয়।

কি বুঝলেন ধরে রাখতে পারলেন আপনার চোখের অশ্রু । পারেননি । আমিও পারিনি

বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244745
১৫ জুলাই ২০১৪ রাত ০১:১৩
কাওছার জামাল লিখেছেন : পিশাচদের তৈরী সিনেমার গল্পও হার মানলো।
244756
১৫ জুলাই ২০১৪ সকাল ০৫:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহর উপর ছেড়ে দিলাম মুসলমানদের আগামিকে
245898
১৯ জুলাই ২০১৪ রাত ০১:৩৮
বাঘা ওসমান লিখেছেন : হু , এখন মহান আল্লাহর সাহায্য ছাড়া উপায় নাই । ( লায়লা )

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File