হুজুর এবং আমরা

লিখেছেন লিখেছেন বাঘা ওসমান ১১ আগস্ট, ২০১৩, ০২:৫৩:৪০ রাত

আজব লাগে দাড়ি , টুপি আর পাজ্ঞাবি

ঘোমটা পরা ,যখন দেখি পরী ।

তসবীহ কিংবা মিসওয়াক দুটোই পুরাতন

কেন জানি কিছু লোক , এখনো করে যতন ।

এখনো দেখি ওদের ধর্মে শত-শত লোকের আমদানি

ঐ দেখ মধ্যযুগের অশুভ হাতছানি ।

ওদের কারনে ভুলতে বসেছি , বিশ্ব সংস্কৃতি

সব দল থেকে পিয়েছে মোরা

হুজুর সর্বনাশী ।

৭১ এ স্বাধীন হয়েছি ,এখনো রয়েছি পিছে

ওদের কারণে স্বাধীনতা আজ

ডুকরে কেঁদে মরে ।

ধর্ম দিয়ে করবে শাসন

ছোট্ট বাংলা ভূমি

রাজা-বাদশাহ ওরাই হবে

মোরা গোলাম-দাসী ।

চাইনি মোরা এমন বাংলা

হুজুরের উৎপাত

কারন ছাড়াই রাজপথে ওরা

অজস্র চিৎকার ।

হাজারো দাবিতে থেমে থেমে কেন

ওদের আবির্ভাব

ওদের দেখলে মনে হয় মোর

সত্যি জঙ্গিবাদ ।

১৩ দফা ১৩ টা শব্দ মানা অর্থহীন

আমরা সুশীল সমাজের মাথা

হুজুররা প্রাচীন ।

সুশীল , সভ্য , প্রগতির ধারক

আমরা কজন মাত্র

এই বলে কি মোদের দাবি

হবে না গ্রহন যোগ্য ।

সরকার হল মোদের দলে

মন্ত্রি আছে পিছে

৮-১০ টা নারী আছে

সঙ্গ দিচ্ছে রাতে ।

দিনের শক্তি সরকারি

রাতের শক্তি নারী

দয়া করে হুজুরের দল

ফিরে যাও বাড়ি ।

ধর্মের চেয়ে মোদের কাছে

মানুষ হল বড়

ভুলে গেছো কি

শাহবাগে মোরা

কেমনে হয়েছি জড়ো ?

ন্যায় - অধিকার ফাঁসি হবে

দাবি ছিল একটাই

মোদের কন্ঠে ছিল প্রতিবাদ

সরকার দিল ঠাঁই ।

প্রতিবাদ আর ভালবাসা

মিলে যেন একাকার

শত তরুন-তরুনীর চাহিদা

পূর্ণ হল এবার ।

এই সুযোগে নাছির কাকা

মিলে কয়েক জন

একটা একটা ধরল পাখি

কত আয়োজন ।

মিঠল আশা ছেংরা-বুড়ার

খুশি এমপি-মন্ত্রী

দেশবাসী দেখল চেয়ে

আমরা সুশীল কি পারি ।

স্বাধীনতা এমন কিছু

সবাই মিলে যা্ওয়া

চায় না যেটা হুজুর গোষ্টি

ধর্মে তাদের বাধা ।

আমরা যদি শাসন করি

স্বাধীন হবে সবি

লাটাই ছাড়া উড়বে গুড়ি

দেখবে বিশ্ববাসী ।

এমন দেশটা কবে হবে

স্বপ্ন আকিঁ মনে

এক বিছানায় মহা মিলন

নারী-পুরুষ সবে ।

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File