অর্ধেক শিক্ষা
লিখেছেন লিখেছেন বাঘা ওসমান ০৯ আগস্ট, ২০১৩, ০১:০২:১৯ রাত
কোনে সুশিক্ষা গ্রহনে আমাদের নানা আপত্তি । কারণ সে শিক্ষা অর্জন করলে হয়ত ব্যক্তিগত ভাবে নিজেকে পরিবর্তন করতে হবে । তাই সুশিক্ষার অর্ধেক পালনে আমরা সিদ্ধহস্ত । যেমন : মিথ্যা বলব না তবে মিথ্যার ডিজিটাল কৌশল অবলম্বন করব , যাতে লোকে ধরতে না পারে । ঘুষ আদান-প্রদান করব না তবে নতুন পদ্ধতি অবলম্বন করে তা নিজের করে নেয়ার উপায় আমাদের অনেকেরেই জানা আছে ।
বিচার বা শালিস ন্যায়ের মানদন্ডে করতে হবে এটা আমারা সকলে জ্ঞাত তবে তা বাদী বা বিবাদীর কোন পক্ষের দানকৃত উপঢৌকনের করণে আমরা সঠিক বিচারিক রায় দানে অক্ষম ।
নামাজ , রোজা কিংবা যাকাতের বিধান আমাদের সকলের জানা তা মুসলমান হিসেবে পরিপূর্ন ভাবে পালন করা আমাদের উপর শরীয়ত অনুসারে ফরজ ।
আমরা অনেকে তা পালন করি কিন্ত হয়ত বেশির ভাগেরই নিয়ত লোক দেখানো । তাই কাজের ফল প্রাপ্তির যে আশা তা হয়ে যায় অসম্পূর্ন ।
বিনিময় ছাড়া কোন কার্য হাসিল যেন আকাশ কুসুম কল্পনা বা সরকার অনুমোদিত লটারির টিকিটের মত । আমার দ্বারা মানুষসহ অন্য কোন প্রানীর উপকার হউক এটাতে যেন আমরা অখুশি ।
বিবাজন তত্বে আমরা বেশি বিশ্বাসী । গ্রামের কোন পরিবার যদি পারিবারিক সমতা কিংবা সচ্ছলতা নিয়ে ধাবিত হতে থাকে তখন আমাদের অনেকেরই তা চক্ষুশূল হয়ে ওঠে ।
শুরু হয়ে যায় তাদের পারিবারিক অটুট বন্ধনের দেয়ালে আঘাত করা । যার নাম ভিলেজ পলিটিকস ।
এ সুন্দর প্রকৃতিগত অভ্যাসটা শুধু গ্রামের লোকদের মধ্য সীমাবদ্ধ থাকেনি তা শহুরে যান্ত্রিক মানব সমুহের মধ্যে প্রকট ভাবে বিদ্যমান ।
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন