গণতন্ত্রের নামে মানুস হত্যা ?
লিখেছেন লিখেছেন ডা মিজানুর রহমান ১৪ আগস্ট, ২০১৩, ০৮:৫১:২৯ রাত
আসলে গণতন্ত্র কোনটা ?গুলি করে মানুস হত্যা নাকি মানবিক অধিকারের জন্যা মিছিল করা ।বুল ডোজার দিয়ে মানুস চাপা দেয়া নাকি এর প্রতিবাদে চাপা পরা ।গুম করে মেরে ফেলা বা মেরে গুম করা নাকি শোসনের প্রতিবাদ করা ।গনতন্ত্রের নামে মানুস হত্যা করা হচ্ছ চারদিকে । কোনো প্রতিবাদ নাই বা নাম মাত্র প্রতিবাদ। যখন ইরান, তুরস্ক ও মিশরের বৈধ প্রেসিডেন্টদের পদত্যাগের বিরুদ্ধে মিছিল করা হয় তখন পশ্চিমারা বলে এটা গণতন্ত্র ।আর যখন সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় তখন সেটা হয় সন্ত্রাসি ।আসল কথা হচ্ছে ইস্লামের বিরুদ্ধে কথা বললে গনতন্ত্র বা ইস্লামি শক্তি ক্ষমতা গেলে তার বিরুদ্ধে সবকিছু করা বা তাদেরকে ক্ষমতা থেকে যেকোণো ভাবে বিদায় করাও গনতন্ত্র । মধ্যপ্রাচ্যের ঘটণাবলি থেকে এটাই বুঝলাম ।তাহলে গণতান্ত্রিক পথে কি ইসলাম ক্ষ মতায় যেতে পারবেনা । ক্ষমতায় গেলেই কী সেই দেশের সেনাবাহিনী তাদের বিদায় করে দিবে ? তাহলে আসল পথ কোনটা ?
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন