আবার দেখা হবে প্রিয় ব্লগের ব্লগারদের সাথে।
লিখেছেন লিখেছেন কিং মেকার ১০ নভেম্বর, ২০১৪, ০৯:৫১:৫৬ রাত
আমার সবচেয়ে প্রিয় ব্লগ http://www.bdmonitor.net থেকে অনেক দিন দুরে ছিলাম সাথে প্রিয় ব্লগের জ্ঞানী-জ্ঞনী লেখকদের লেখনী থেকে।দেশে এসে বিয়ে নামক শৃংখলে আবদ্ব হওয়ার কারণে এবং নানামুখী ব্যাস্ততার কারনে ব্লগে আসতে পারি নাই।এসব কাহিনী অন্যসময় লিখব ইনশাআল্লাহ।দোয়া চাই আমি এবং আমার প্রিয়তমার জন্য।আর সবাইকে মিষ্টি খাওয়ার আমন্ত্রন।
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না হয় হাওয়া কথা বলে লাভ কি?
আমার পক্ষ থেকে আপনাদের মানে আপনি ও ভাবীর জন্য
অনেক অনেক সুভ কামনা জানাই আপনাদের কে!
অটুট বন্ধনে পরম ভালবাসায় সিক্ত হোক আপনাদের দাম্পত্য জীবন-আল্লাহর কাছে এই দোয়া!
আমাদের পক্ষ থেকে নতুন ভাবী সালাম জানাবেন!
মন্তব্য করতে লগইন করুন