আমাদের দায়ভার কেন নিবেন না ?

লিখেছেন লিখেছেন কিং মেকার ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫৪:২৭ রাত







সুফল ভোগ করতে খুব মজা লাগে !কিন্তু কুফল নিতে কেউ চায় না ,এটাই স্বাথপর নিয়তি দুনিয়ার সুবিধাভোগি মানুষদের আর তাদের ক্রিড়ানক মানুষদের জন্য.এধরনের মানুষরা তাদের এ অবৈধ খাইখাই খেলা বেশীদিন খেলতে পারেনা .সময়ের ব্যাবধানে তারা জনতার রোষানলে আর খোদায়ী গজবের শিকার হয়.কিন্তু ঐসব বলদ মাকা রাজনীতিবিদরা এটাকে স্বভাবিক নিয়ম বলেই মনে করে এর থেকে শিক্ষা নেয়না .নিবেই বা কি করে !ওদের অন্তরে তো আল্লাহ মোহর মেরে দিয়েছেন !বিশ্বজিৎ কে হত্যা করলো শিবির মনে করে ,কারণ বাংলাদেশে শিবির কে হত্যা রাষ্ট্রিয় ভাবে বৈধ এবং সওয়াবের কাজ বলেই বতমানে বিবেচিত !কিন্তু তখন ছাএলিগের বাবারা তাদের সন্তানদের দায়ভার নিতে অনীহা প্রকাশ করেছেন প্রকাশ্যে.এখন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষাথীদের উপর আওয়ামিলীগের ঔরোসজাতএবং বাংলার হিটলার শেখ হাসিনার সোনার ছেলেরা চেতনার অস্র উঁচিয়ে হামলা করলো ,তখন মিডিয়া জগত এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তোলপাড়ের কারণে সোনার ছেলেদের বাবারা সন্তানের পিতৃ পরিচয় দিতে আবারও অস্বীকার করলো !আর সোনার ছেলেদের মমতাময়ী মা সন্তানদের প্রশ্রয় দিয়ে বলেছেন আন্তরক্ষার অধিকার শুধুই তার সন্তাদেরই আছে !অবৈধ সম্পকের ফলে জন্ম নেয়া সন্তানের পিতৃ পরিচয় বাবা অস্বিকার করলেও মা কিন্তু অনেকটা নিরুপায় হয়ে সন্তানের দায় স্বীকার করে নেন.এখন ছাএলীগ কে নিয়ে শেখ হাসিনার অবস্হাও তাই !এমন পিতৃ পরিচয়হীন সন্তানদের জন্য আফসোস করা ছাড়া আর কি করা যায় ?মাননীয় অবৈধ স্বৈরাচারিনী প্রধানমন্ত্রী হাছিনা সন্তান যখন জন্মই দিয়েছেন তখন সন্তান যতই খারাপ আর অবাধ্য হোকনা কেন তাকে সন্তান হিসাবেই স্বীকার করে নিন প্লিজ.পারলে তাকে ভালো পথে আানার জন্য তাবলীগ জমাতে চিল্লার জন্য পাঠাতে পারেন.তবে তার আগে আপনিও ভালোর পথে আসুন .কারণ বাবা মা খারাপ হলে সেই প্রভাব সন্তানের উপরও পড়ে .একজন মানুষ বাঁচে কয়দিন ?ক্ষমতার মোহে আপনাদের বিবেক মারা গেছে বহু আগেই ,যার কারনে আপনি যত অন্যায় -অবিচার করেন সবকিছুই আপনার কাছে সঠিক বলেই মনে হয়!!আপনি হয়ত মারা যবেন ডাক আসলে ,আপনি মরেন কিন্তু এই দেশ আর দেশের মানুষকে মারবেন না দয়া করে.আপনি পারেন নাই তাতে কি আমরা পারবো আমাদেরকে সেই সুযোগ দিন..........!

ইতি....

চেতনা বিরুধী তরুন প্রজন্ম।

বিষয়: বিবিধ

১৫৬৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173172
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫৪
জবলুল হক লিখেছেন : হুম,ঠিক বলেছেন।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২১
127102
কিং মেকার লিখেছেন : আমার অগোছালো মতামত।
173174
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:১৭
শেখের পোলা লিখেছেন : বিপদ দেখলে ত্যাজ্য পুত্র করেন আর প্রয়োজনে চুপি চুপি কোলে বসান৷ রাজশাহীতে দু জনকে ত্যাজ্য পুত্র ঘোষণা দেওয়া হয়েছে৷
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২২
127103
কিং মেকার লিখেছেন : জন্মের দোষে দুষি ওরা ।
173306
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
হতভাগা লিখেছেন :



এদেরকে কেউ কিছু বলে না।এরা যে কিং-মেকার!
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৫
127104
কিং মেকার লিখেছেন : ওরা অশান্তি আর খারাপের কিং মেকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File