বাংলাদেশে ইসলামের বিজয়ের জন্য একটি মৃত্যুই হয়ত আল্লাহ চান।
লিখেছেন লিখেছেন কিং মেকার ০৮ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৭:২২ রাত
একটি মানুষকে হত্যা করা যায় ,সেটা যেভাবেই হোক না কেন।কিন্তু তার আদশ কে হত্যা করা যায় না।আর সেটা যদি হয় ইসলামি আদশ তাহলে তো আর কোন কথা নেই।বরং এতে হিতে বিপরীতই হয়।কারন ইসলামী আদশ লালনকারী ব্যাক্তিটাকে হত্যার মাধ্যমেই তার লালিত আদশ সবার হ্রদয়ে স্হান করে নেয় বিদ্যুৎ গতিতে।এই উপলব্দি বাতিল শক্তি বুঝতে পারেনা।যদি বুঝত তাহলে তারা কখনো আত্নঘাতি সিদ্বান্ত নিতেন না।যার জ্বলন্ত উদাহারণ মিশরের শহীদ হাসানুল বান্না।শহীদ হাসানুল বান্নাকে হত্যা করা হয়েছে, কিন্তু তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। সাইয়্যেদ কুতুবকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, কিন্তু তিনি আজো অমর হয়ে আছেন সারা বিশ্বের ইসলামী আন্দোলনের অগণিত সৈনিকদের হৃদয়ে। ঠিক তেমনি আব্দুল কাদের মোল্লাকে জুডিশিয়াল কিলিং এরমাধ্যমে হত্যা করা গেলেও হত্যা করা যাবেনা তাঁর আদর্শকে, তিনি অনন্তকাল বেঁচে থাকবেন ইসলামী আন্দোলনের কর্মীদের হৃদয়ে, অনুপ্রেরণার উৎসাহ হয়ে থাকবেন ইসলামী বিধান বাস্তবায়নে সচেষ্ট আল্লাহর সৈনিকদের নিকট।আজকে বালাদেশেও বাতিল শক্তি আব্দুল কাদের মোল্লাকে হত্যা করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে।জীবন-মৃত্যুর মালিক আল্লাহ।আব্দুল কাদের মোল্লার ফাঁসির হুকুম যদি আল্লাহ ফয়সালা করেই রাখেন তাহলে তিনি শাহাদাতের মৃত্যু লাভ করবেন নিঃসন্দেহে।যা প্রত্যেক মুমিনেরই একান্ত কমনা।আর এই শহিদী মৃত্যুর মাধ্যমে বাংলাদেশে কালেমার পতকা উড়ানোর পথ আরো সুগম হবেই হবে ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১৭১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন