আগামীর বাংলাদেশ শুধুই দেশপ্রেমিক জনতার। (মিজানুর রহমান)
লিখেছেন লিখেছেন কিং মেকার ১১ নভেম্বর, ২০১৩, ০৪:৫৪:৩৮ বিকাল
বাংলাদেশের রাজনীতির মত ঘৃন্য রাজনীতি পৃথীবীর আর কোথাও নেই।ক্ষমতার মোহে অন্ধ হয়ে রাজনীতিবিদরা আমার আপনার প্রিয় দেশকে বিক্রি করে দিতেও কুন্ঠাবোধ করে না।আর এই ঘৃন্য রাজনীতর বলি আমাদের মত সাধারণ নাগরিকরা ,যারা দিনে এনে দিনে খাই,খেটে খাওয়া মানুষরা।এর জন্য আমরাও কম দায়ী নয়।কারন আমরা রাজনিতীবিদদের প্রতারনার কথা সময় মত ভুলে যাই।কত উদার মনের মানুষ আমরা।আমাদের সরলতাকে পুঁজ করেই ওরা এদেশ রাজনিতী করে।এখন সময় এসেছে জেগে উঠার।আমরা আর করো পুতুল হয়ে নিজেকে এবং নিজ মাতৃভুমিকে ধ্বংশের দিকে ঠেলে দিবোনা।সবাই মিলে এই প্রতিজ্ঞা করে দেশকে দালালমুক্ত করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
আর শিল্পি শাওনের এই বাস্তববাদী গানটি শুনুন।
http://www.youtube.com/watch?v=4nzGGihkO2E&app=desktop
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন