ঈদের আনন্দ কে ভাগাভাগি করে নিলাম সবার মধ্যে।

লিখেছেন লিখেছেন কিং মেকার ২১ অক্টোবর, ২০১৩, ০৪:১৯:২৮ রাত





প্রবাসের ঈদ উদযাপন আর নিজ দেশে ঈদ উদযাপনের মধ্যে বিস্তর ফারাক।প্রবাসীরা ঈদের দিন কাজের মধ্যে দিয়ে পালন করেন।কেউ ঈদের নামাজ আদায় করার জন্য সম্ভব হলে একটু সময় আদায় করে নেন।যার সংখ্যা খুবই নগন্য।তারপরও দেশে রেখে আসা প্রিয় জনদের সুখের জন্য এসব কিছুইনা।প্রিয়জনের মুখে হাসি ফুটাতে পারলে আমরাও সব দুঃখ কষ্ট ভুলে হাসতে থাকি।আজকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে বাংলাদেশ কমিউনিটি মসজিদ এবং ইসলামিক সেন্টারে ঈদ পুনমিলনীর আয়োজন করা হয়।কয়েকজন ভাইকে ঈদের দিনের স্মৃতি বণনা করার জন্য বলা হলো ।এদের মধ্যে বেশীরভাগেরই জীবনের প্রথম ঈদ পরিবার -পরিজন ছাড়া।সবাই আবেগগন ঈদ স্মৃতি বণনা করল।কেউ চোখের পানি ধরে রাখতে পারে নাই।তারপরও এত সুন্দর আয়োজনকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন।

বিষয়: বিবিধ

১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File