একটি অপরিকল্পিত জীবনের অগোছালো কাহীনী। (মিজানুর রহমান) পর্ব-০৭।

লিখেছেন লিখেছেন কিং মেকার ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৩৪:৫৩ বিকাল



মেয়েটিকে সান্তনা দিয়ে সিকিউরিটি গাড ইমিগ্রেশনের এক মহিলা অফিসারকে ডাকলেন এবং মেয়েটার সমস্যা খুলে বললেন।পরে মহিলা অফিসার তার সাথে যাওয়ার জন্য ইঙ্গিত করে নিজের ডেস্কে গিয়ে বসলেন।আর আমিও মেয়েটির পিছন পিছন হাঁটতে লাগলাম !এবং তাদের পিছনে দাঁড়ালাম।তাদের দুজন কে কিছু প্রশ্ন করে মেডিকেল করার জন্য পাঠালেন।মেয়েটি কান্না করে সফলতা লাভ করলো।এবার আমি হতভাগার পালা !আর আমি কান্নাও করতে পারিনা :!যাই হোক মহিলার সামনে গিয়ে দাঁড়ালাম।আর আমাকে কিছু প্রশ্ন করলেন ,কিন্তু আমার উওরে ভদ্র মহিলা খুশী হতে পারলোনা।আমি হতাশায় ভরা মনে আবার আগের যায়গায় গিয়ে দাঁড়ালাম !কিন্তু হাল ছাড়িনি।মহিলাটি আরেকজনের পাসপোট নিয়ে ভিতরে চলে গেলেন।আমি এ সময়ের অপেক্ষায় ছিলাম!কারন পাশের ডেস্কের মহিলা ছিল হাসিখুশি ,সবার সাথে হেসে হেসে কথা বলেন।আমি এই মহিলার কাছে গিয়ে আমার সমস্যার কথা বললাম এবং আমাকে কিছু প্রশ্ন করলেন ।এরপর আমাকে মেডিকেল করার জন্য পাঠালেন।এই যাএায় আমিও বেঁচে গেলাম আর আল্লাহর শুকরিয়া আদায় করলাম।যাই হোক মেডিকেল শেষ করে বেল্টে গিয়ে লাগেজ নিয়ে বের হলাম।আমাকে দেখে বাংলাদেশী এক ভদ্রলোক এগিয়ে এসে জিজ্ঞাস করেন আপনি কি অমুক ?আমি বললাম সে ভিতরে আছে ,কিছুক্ষণের মধ্যে আসবে।পরে জানতে পারলাম এই ভদ্রলোক নতুন বিবাহ করেছেন এবং উনি নিজ বৌয়ের ছোট ভাইকে কখনো দেখেন নাই !কারন উনি লন্ডনে থেকে টেলিফোনে বিয়ে করেছেন ,তাই শালাকে দেখেন নাই ।এজন্য আমাকে শালা বলে কল্পনা করলেন।যাই হোক পরে উনাকে বললাম আপনার মোবাইলটা দেয়া যাবে।উনাকে আমার বড় ভাই শাকিলের নাম্বারটা দিলাম।কিনতু কল করার পর নাম্বার টা বন্ধ পেলাম।কারন উনি তখন কাজে অথবা নাম্বার চেন্জ করেছেন।আমার কাছে আরেকটি নাম্বার আছে একমাএ সম্বল।সেই নাম্বারে ফোন দিলে বন্ধুবর শাকিল ভাই রিসিব করলেন আর আমি সব কিছু বলার পর বললেন আপনাকে রিসিব করতে হবে আগে বলেন নাই কেন ? আমি এইমাএ বিমানবন্দর থেকে একজনকে নিয়ে বাসায় যাচ্ছি ,আপনি বললেতো আপনাকে সহ নিয়ে আসতাম !পরে উনি আমাকে বললেন ভদ্রলোক কে দেয়ার জন্য ।উনার সাথে কথা বলে জানল এই ভদ্রলোক আমার শাকিল ভাইর বাসা কাছ দিয়েই যাবেন !এক জায়গার নাম বলে আমাকে সেখানে নামিয়ে দেয়ার জন্য বললেন।লোকটি সম্মতি দিয়ে ফোন রেখে দিলেন।এরপর উনার শালাত ভাইকে নিয়ে রওয়ানা হলেন নিদিষ্ট গন্ত্যব্যের উদ্যেশ্য ।পথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে আমার নিদিষ্ট স্হানে পৌছে গেলাম।এরপর শাকিল ভাই এসে আমাকে তার বাসায় নিয়ে গেলেন।

বিঃদ্রঃ-আমার লেখা অনেকর কাছে বেহুদা পেঁচাল মনে হতে পারে। তাদের কাছে বিনীত অনুরোধ আমার এই লেখা আপনার জন্য না।!!!চলবে..........

বিষয়: বিবিধ

১৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File