যোগাযোগ ব্যবস্থার চেয়েও খারাপ অবস্থায় যুবসমাজের নৈতিক অবস্থা।
লিখেছেন লিখেছেন কিং মেকার ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩৯:১৬ রাত
যোগাযোগ ব্যবস্থার চেয়েও খারাপ অবস্থায় যুবসমাজের নৈতিক অবস্থা
মাদক সীমান্ত দিয়ে অবাধে আসছে । সরকারের কোন নিয়ন্ত্রন নেই । দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও মাদকের নেশায় জড়িয়ে পড়ছে যা সত্যিই উদ্বেগজনক ।প্রতিদিন ১২ লাক্ষ ইয়াবা সেবন করা হচ্ছে যার বেশীর ভাগই করছে ছাত্ররা। মাদকসেবী কোন মেয়ের সংসার জীবনের কি অবস্থা হবে তা ভাবা কষ্টকর।
সীমান্তে এত মানুষ মরছে কিন্তু কোনদিন শুনিনি কোন মাদক ব্যবসায়ী bsf গুলিতে মারা গেছে।
পর্নসাইটগুলো সরকার বন্ধ করছে না কেন কেউ কি বলতে পারেন? বন্ধ করতে সমস্যা কোথায়?
ঢাকার আবাসিক হোটেলগুলোর অবস্থা শোচনীয় । খুব কোম হোটেলই পাওয়া যাবে যেখানে অসামাজিক কাজ হয় না । ছ্ত্র সমাজের বিরাটঅংশ একাজের সাথে জড়িয়ে গেছে শুধু সহজল্যভতার কারনে।
আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে যে ছাত্রসমাজ তাদের অবস্থা চিন্তা করলে মন শিহরে উঠে ।
মাননীয় প্রধানমন্ত্রী মাদক থেকে আপনি নিজে বাঁছুন ,আপনার পাগল মন্ত্রী গুলোকে বাঁচান,আর তা না পারলে ছাএসমাজকে বাচান ভবিষৎ বাংলাদেশকে বাঁচান।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন