বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড সম্পর্কে না বলুন !!!

লিখেছেন লিখেছেন কিং মেকার ২৯ আগস্ট, ২০১৩, ০৪:১৯:৪০ বিকাল

মেয়েরা হচ্ছে গাছের আপেলের মত। সবচেয়ে লক্ষী আর ভালো মেয়ে গুলো থাকে গাছের উপরের দিকে। তাদের পাওয়া কঠিন, তাই উরাধুরা ছেলেরা ভালো মেয়েগুলোকে টার্গেট করতে ভয় পায় কারণ তারা গাছ থেকে পড়ে গিয়ে ব্যাথা পাবার ভয় করে। তারা গাছের নিচের দিক থেকে পঁচা আপেলগুলো পায়, কারণ সেটা সহজ।

তো উপরের আপেলগুলো তখন ভাবে তাদের হয়তো কোন একটা সমস্যা আছে, কিন্তু তারা বুঝতে পারে না তারা আসলে কতটা চমৎকার ! তাই তাদের যা করতে হবে একটা ভালো ছেলে কবে তাদের কাছে আসবে সেটার জন্য একটুখানি অপেক্ষা ! তাদেরকে সেই ছেলেটার জন্য ধৈর্য ধরতে হবে যে সাহস করে পুরো গাছ বেয়ে উঠে তাকে বিয়ে করে এবং তাকে স্ত্রীর মর্যাদা দেয়, চোরের মত গার্লফ্রেন্ড বানায় না !

আমার প্রিয় মুসলিম বোনেরা, আপনার আপনাদের সম্মান হেফাযত করুন।

মনে রাখবেন আপনারা হচ্ছেন নিষ্কলঙ্ক, অমূল্য নারী !

বিষয়: বিবিধ

১৮১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File