প্রগতিশীলতা যখন খুনীঃআমি ঘৃনা করি প্রগতিশীলতাকে।
লিখেছেন লিখেছেন কিং মেকার ১৯ আগস্ট, ২০১৩, ০১:৩৮:৪৩ রাত
ইন্সপেক্টর মাহফুজ দম্পত্তির হত্যাকান্ড আপাতত মিডিয়ার মেইন ষ্ট্রীম। কেউ দোষ দিচ্ছে প্রগতিশীল সমাজকে, কেউ দিচ্ছে সামাজিক অসঙ্গতি কে, কেউ বাবা মা'র অসতর্কতাকে যে যার ইচ্ছামত দোষ দিয়ে বেড়াচ্ছে।
আমি সাধারণ মানুষ। তাই প্যাচ গোচ বুঝি না। আমি খালি দেখলাম তার অ্যাপার্টমেন্টটা। ঢাকা শহরে একটা ১০০০ স্কয়ার ফিটের বাসা নিতে ও ২৫ হাজার টাকার কাছাকাছি লাগে। ওনার বাসা দেখে ১৫০০ স্কয়ার ফিটের কম মনে হল না। আবার শুনলাম ঐটা নিজের ফ্ল্যাট।
আবার ঐশী পড়ত ইংলিশ মিডিয়াম স্কুলে। একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে কেমন খরচ এটা মোর অর লেস সবাই জানে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আবার প্রায় সব বাইরের রাইটারের বইয়ের মেইন কপি পড়া লাগে। ঐগুলার একেকটা বইয়ের দাম হাজারের উপরে।
এখন কথা হচ্ছে একজন সাব-ইন্সপেক্টরের ১৬-১৭ বছরের মেয়ে হাতে ঐ টাকাটা পায় কিভাবে? আর যে বাবা মা এত টাকা মেয়েকেই দেয় তারা সেই টাকা কোথায় পায়?
বিষয়: বিবিধ
১৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন