খেলনা চুরি থেকে পদ্মা সেতু চুরি।

লিখেছেন লিখেছেন কিং মেকার ১৬ আগস্ট, ২০১৩, ০৩:২০:৫১ রাত



বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিন ১৫ আগস্ট বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়। গতকাল সকালে নিজের ফেসবুক ফ্যান পাতায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘এটি সত্যিই দুঃখজনক যে, খালেদা জিয়া প্রতি বছর এইদিনে তার জন্মদিন পালন করতে পছন্দ করে। বিভিন্ন দাফতরিক নথিতে তার (বেগম জিয়ার) তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন জন্মদিন আছে, যার কোনোটিই ১৫ আগস্ট নয়। কি ধরনের ব্যক্তি এটি করতে পারে?’

ফেসবুক বার্তায় জয় ১৫ আগস্ট নিহতদের স্মরণ করে লিখেছেন, আজ আমি স্মরণ করি আমার পরিবারের সদস্যদের,

যাদের হত্যা করা হয়েছে—আমার নানা, নানী, মামারা এবং তাদের স্ত্রীগণকে। সবচেয়ে পুরনো স্মৃতি হলো আমার রাসেল মামাকে জ্বালানোর স্মৃতিটি। তিনি আমার চেয়ে অল্প কয়েক বছরের বড় ছিলেন এবং আমি তার খেলনা চুরি করে নিতাম এবং দৌড়ে নানীর আড়ালে লুকাতাম। তিনি আমার পিছু তাড়া করতেন এবং আমার নানী তাকে ধাতান দিতেন, যা তাকে কাঁদাত। আমি ছিলাম ৪ বছর বয়সী এবং তিনি ছিলেন ১০ বছরের।

উল্লেখ্য, গতকাল ১৫ আগস্ট ছিল বঙ্গবন্ধুর ৩৮তম মৃত্যুবার্ষিকী। পাশাপাশি গতকাল বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মবার্ষিকী ছিল।

বিঃদ্রঃ-চুরি করা যাদের নেশা ও পেশা জয় এবং তার মা হাছিনা তাদেরই অনুসারী।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File