ঘরে ঘরে দূর্গ গড়- ভারতীয় দালাল নির্মূল কর। ___________ বাংলাদেশ বিলবোর্ডলীগ
লিখেছেন লিখেছেন কিং মেকার ১২ আগস্ট, ২০১৩, ০৪:৪৫:৩০ বিকাল
বাংলাদেশে আওয়ামি শাসনামলে জন সাধারন থাকে নিরাপও্বাহীনতায় আর তাদের রাজনীতিবিদরা থাকে নিরাপদে । তৃতীয় শকতি আসলে জন সাধারন থাকে নিরাপদে আর রাজনীতিবিদরা থাকে নিরাপও্বাহীনতায় ! জ ন গনের জন্যে দেশ শাসন ! রাজনীতিবিদদের জন্যে দেশ শাসন নয় ! গনতনএের রাজনীতিবিদরা যত দিন সাধারন মানুষকে তাদের নিরাপও্বা দিতে পারবে না নিজেদের নিরাপও্বার জন্যে মানুষ তৃতীয় চর্তুর্থ পনচম সব শকতিকেই অভিননদন জানাব।১/১১ শাসনামলে চানদা বাজি সনএাসী হামলার একটা ঘটনাও ঘটেনি ! মানুষ তাদের জীবনের রিসক নিয়ে রাজনীতিবিদদের তথাকথিত গনতনএ কেন চাইবে ? আখেরাতের মুকতির জন্যে !?আওয়ামি লীগ আমলে রাজনীতিবিদদের বিচার হয় রাজনীতির বিবেচনায় আইনের বিবেচনায় নয় ফলে রাজনীতিতে পাপ কখনই মোচন হয় না রাজনীতি থেকে ! এখন তৃতীয় শকতি এসে এ দু দলের পাপ গুলো পরিষকার করতে হবে !
ঘরে ঘরে দূর্গ গড়-
ভারতীয় দালাল নির্মূল কর।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন