মূর্খরা আজ রাজনীতির হাতিয়ার ধরে আছে.. আর আমরা মুর্খের রাজ্যের বাসিন্দা।..

লিখেছেন লিখেছেন কিং মেকার ১২ আগস্ট, ২০১৩, ০১:১০:০৮ দুপুর

আওয়ামীলীগ সরকার যেন আমাদের এই সুন্দর বাংলাদেশ টাকে কেড়ে নিয়ে এখন অন্য একটি দেশ বানিয়ে ফেলেছে। সরকারের কোন কিছুর প্রতিবাদ করা জাবেনা, নিরাপত্তা নেই, আর নেই কোন সুন্দর জীবনের নিশ্চয়তা।অধিকংশ জনগণের ধারণা ৫ মে দুর্যোগের রাতে শাপলা চত্বরে ১০০০ উপর মানুষ মারা গেছে। সেখানেতো অধিকার মাত্র ৬১ জনের কথা বলে নিশ্চিত করেছে । অতিরঞ্জিত করে বললে আরও বেশি করে বলা যেতো না ? তাহলে কি সরকারের কথায় বিশ্বাস করতে হবে , ৫ মে শাপলা চত্বরে কেউ নিহত হয় নি? সরকার সব অধিকারে লাগাম টেনে জনগণকে আগাম কী বার্তা দিতে চায় ? জনাব আদিলুর রহমান নাকি বিএনপির সময়ে ডিপুটি এটর্নি জেনারেল ছিলেন।ভালো কথা কিন্তু আমার কথা হলো উনি যদি বিএনপি সরকারের সময়ে সরকারী পদে আসীন থাকেন তাহলে কি উনি বিএনপির লোক হয়ে গেলেন ? তা হলে তো সমস্ত সরকারী কর্মচারী যারা বিএনপির সময়ে ছিল তাদেরকে এখন বাদ দেওয়া দরকার ! এখন ব্যাপারটা হছে মাথা ব্যথার জন্য আমরা মাথাটাকেই কাটতে চাচ্ছি !

সাবেক বিচারপতি যিনি তত্ত্বাবধায়কের ব্যাপারে অনেক বিতর্কিত হয়ে আছেন,উনি এখন তো আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন ! উনি একজন বিতর্কিত ব্যক্তি ! তার জন্য দেশে আজ এত গন্ডগোলের সৃষ্টি বলে অনেকে ধারণা করছেন উনি যদি প্রভাবিত না হতেন তা হলে তত্ত্বাবধায়কের ব্যাপারের আজ জাতিতে এর জন্যএত চরম মুল্য দিতে হত না ! আজ উনি উনার কর্মের পুরস্কার পেয়ে আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন ! এটা নিয়ে কেউ কোন কথা বলেন না। আদিলুর রহমান যদি সত্যি দোষী হয়ে থাকেন বা ভুল তথ্য দিয়ে থাকেন তা হলে নিশ্চই রাষ্ট্র এর বিচার করবেন। উনি কোন সময়ে কোন সরকারের আমলে কি ছিলেন এগুলি বলে কি ব্যাপারটাকে আরো ঘোলাটে করা হচ্ছেনা ? জনাব আদিলুরকে যদি বিচারের কাঁঠ গড়ায় দাঁড়াতে হয় তা হলে বিতর্কিত বিচারপতির কি অবস্তা হবে উনি কি আইনের উর্ধে ?

বিষয়: বিবিধ

৮৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File