‘অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দেওয়ার জন্য নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিন !!!

লিখেছেন লিখেছেন কিং মেকার ১০ আগস্ট, ২০১৩, ০২:০০:৩৬ রাত

আমরা দ্বিধান্বিত হই তখনই যখন একজন দুর্নীতিবাজ মন্ত্রী দেশ প্রেমিককে ভূষিত হয় ! যা হউক আমরা জনগণ অবশ্যই আপনার কথা ও বিরোধী দলের নেত্রীর কথাগুলো মাথায় নিয়ে সামনের নির্বাচনে ভোট দিব। তবে একটা কথা আছে যদি নির্বাচনটি হয় নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে।

আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইনা কারণ এতে ইলেকশন ইঞ্জেনিয়ারিংযের সম্ভাবনা ১০০% ভাগই ! দুঃখিত সত্য কথাটি বলে দেওয়ার জন্য !‘অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দেওয়ার জন্য নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিন।’"--এইরকম কয় টার্ম আপনাদের নির্বাচিত করলে অসমাপ্ত কাজ সমাপ্ত হবে, একটু জনগণকে জানাবেন।মাননীয় প্রধানমন্ত্রী, ঈদের দিনে রাজনীতির কথা-বার্তা না বলে একটু সত্য-সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ কথা বার্তা বললে মানুষ সেগুলো অনেক শ্রদ্ধায়ই গ্রহণ করতো। বেগম জিয়ার একটু প্রশংসাও করা যেত। তাতে আপনার সম্মান বাড়তো বৈ কমতো বলে মনে হয় না। বেগম জিয়ার যে কোন গুন নেই, তা তো নয়। তিনি এই দেশের দু'বারের প্রধানমন্ত্রী ছিলেন। একজন সাধারণ মানুষ হিসেবে বুঝি, ঝগড়া-বন্দুক দিয়ে যা হয় না, অনেক সময় তা মাতৃত্ব কিংবা মমতা দিয়ে তা হয়।

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File