দিবাশেষে

লিখেছেন লিখেছেন অপনেয় ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪৫:০১ দুপুর

যাও যদি কোন দিন না-ফেরার পথে

যাও তুমি দৃপ্ত পদক্ষেপে

অনুভবে আনো দিবাশেষের আনন্দ কলতান

রেখো না মনে অনুতাপ অভিমান।

তোমার জীবন তোমার একক ইতিহাস

তোমার আনন্দ তোমার অশ্রু

তোমার একান্ত গোপন বেদনা

তোমার কৃত-গৌরব আর অলব্ধ বাসনা।

তোমার জীবন এক অনন্য ইতিহাস

গোধূলি লগ্নের অংশু কিরণে

অনুভবে আনো দিবাশেষের আনন্দ কলতান

গেয়ে যাও তুমি জীবনের জয়গান।

তোমার ব্যাথীত সন্তান

চোখ ভরে তুমি দেখে নাও তাকে

নাই কোনো বিদায়ের ক্রন্দন

আছে শুধু সগৌরব বিদায় সম্ভাষন।

বিষয়: সাহিত্য

১১৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295743
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কিছুই বুঝলাম না। At Wits' End At Wits' End At Wits' End
295759
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : পুরাই অস্থির কবিতা। Thumbs Up
295842
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১১
বৃত্তের বাইরে লিখেছেন : দিনান্তে নিশান্তে সব সঞ্চয় পথপ্রান্তে ফেলে যেতে হয়। ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মেনে প্রসারিত হৃদয় পূর্ণ হয়ে উঠুক ভালবাসার গৌরবে Rose Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File