অনবস্হিত অপরাহ্ন
লিখেছেন লিখেছেন অপনেয় ১৮ অক্টোবর, ২০১৪, ১০:০২:১১ রাত
সময়, তুমি ভেসে যাও অন্তহীন স্রোতে
যে ভাবে গিয়েছো সেই আদিকাল থেকে
স্রোতস্বিনী নদীর মতো নির্বিকার
নিশ্চিন্ত গতিতে।
ছিলনা ভাবনার কিছু - প্রকৃতির নিয়ম মেনে
হামাগুড়ি শৈশব ফেলে শরতের কৈশোরে
তার পর যৌবন এলো এক দুরন্ত দুপুরে
কোন্ সেই সুদূর অতীতে।
জীবনের এই সোনালি সন্ধ্যায়
প্রত্যহের দৈর্ঘ বাঁধা থাকে একই সীমানায়
আহার নিদ্রা আর অদেখা স্বপন
এই তো এখন আমার দিবস যাপন।
বিষয়: সাহিত্য
১০২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগ পরিসংখ্যান
পোস্ট লিখেছেনঃ ৩ টি
মন্তব্য করেছেনঃ ৪ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ১৩৯ বার
ব্লগে আছেনঃ ১ বছর ২ মাস ১৮ দিন
যাক, লেখতে শুরু করেছেন এটাই খুশীর খবর!
প্রত্যহের দৈর্ঘ বাঁধা থাকে একই সীমানায়
আহার নিদ্রা আর অদেখা স্বপন
শেষেরটাই শক্তিশালী
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন