আসুন, জাহাজ সম্পর্কে কিছু জেনে নেই
লিখেছেন লিখেছেন যান্ত্রিক প্রকৌশলবিদ্যার একজন ছাত্র ০৫ অক্টোবর, ২০১৩, ১১:০৪:১১ রাত
আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন?
আজ এখানে জাহাজ নিয়ে সামান্য আলোচনা করা হবে। অনেক ধরনের জাহাজ আছে, আমরা শুধু সমুদ্রগামী জাহাজ সম্পর্কে জানবো। জাহাজ সাধারণত দুই ধরনের, বাণিজ্যিক জাহাজ ও যুদ্ধ জাহাজ। বাণিজ্যিক জাহাজ আবার কয়েক রকমের হয়। যেমন, oil tanker, bulk carrier , container ship ইত্যাদি।
Oil tanker হোল সেই জাহাজ যেটি তেল পরিবহন করে।
এটা একটি Oil tanker এর ছবি।
আবার কিছু জাহাজ আছে যেগুলো গ্যাসকে তরল বানিয়ে পরিবহন করে, যেমন LNG(Liquified Natural Gas) carrier। বাংলাদেশের গ্যাস শেষ হয়ে গেলে এই LNG carrier দিয়েই গ্যাস আমদানি করতে হবে।
একটা LNG carrier এর ছবি।
এই হোল সেই জাহাজগুলোর একটি যেগুলো container পরিবহন করে।
আর bulk carrier সাধারণত কয়লা, গম, লোহা তৈরির কাচামাল ইত্যাদি পরিবহন করে। নিচের ছবিটি একটি bulk carrier এর।
জাহাজের সামনের অংশটাকে বলে বাও (Bow) , পেছনের অংশটা হোল (Aft বা Stern), বামের অংশকে বলে Port side আর ডানের অংশকে বলে Starboard side।
বিষয়: বিবিধ
১৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন