জামাআত শিবিরের কিছু অনন্য বৈশিষ্ট্য
লিখেছেন লিখেছেন ঊর্মি ০৪ আগস্ট, ২০১৩, ০১:৪১:১৭ দুপুর
১. কোন দলাদলি, লবিং কিংবা গ্রুপিং নেই। অনেক ইসলামপন্থী দলও এই ত্রুটি কাটিয়ে উঠতে পারে নি। আম দল, বাম দলের কথা আর নাই বললাম।
২. নেতৃত্ব ও পদের প্রতি লোভহীনতা। শুধু এতটুকু বললে কমিয়ে বলা হবে। আমি নিজ চোখে দেখেছি যখন কোন ভাইকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয় তখন তার চোখ জলে ভিজে যায়। অনেক ভাই দায়িত্ব এড়ানোর জন্য পালিয়ে বেড়ান। অন্যদিকে ভিন্ন সংগঠনগুলোতে দেখা যায় পদ নিয়ে মারামারি, কাটাকাটি, টাকার ছড়াছড়ি, পোস্টারিং আরো কত কি!!!
৩. এত সুন্দর সুশূঙ্গল এবং সুসংবদ্ধ দল বাংলাদেশে যে আর একটিও নেই তা নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে এই দলটির চেইন অবকমান্ড সত্যিই অসাধারণ।
৪. দলের প্রতিটি সদস্য তাদের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মসূচী ও কর্মপদ্ধতি সম্পর্কে সম্যক অবগত।
৫. নেতা কর্মীদের মাঝে অনুপম সম্পর্ক, ভাতৃত্ব এবং ভালোবাসা।
৬. সংগঠনের প্রতিটি কাজ সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত ভাবে সম্পাদন।
৭. সংগঠনের আয় ব্যায়ের পরিচ্ছন্নহিসাব
৮. সংগঠন পরিচালনার ক্ষেত্রে মেধা, দক্ষতা, বুদ্ধিবৃত্তি এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। সব সেক্টরের জন্যই একদল ত্যাগী গবেষক এবং চিন্তাবিদ।
৯. সংগঠনের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত অনুপম সমন্বয়।
১০. সর্বোপরি এই সংগঠনের কর্মীরা তাদের সংগঠনের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এমনকি জীবন বিসর্জন দিতে প্রস্তুত
( সংগৃহীত )
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন