স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম
লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ০৭ এপ্রিল, ২০১৪, ১০:৩২:১০ রাত
আওয়ামীলীগ টিকে থাকলে বাংলাদেশে গণতন্ত্র থাকবেনা, গণতন্ত্র না থাকলে এদেশের স্বাধীনতা থাকবেনা, আর স্বাধীনতা না থাকলে ইসলাম থাকবেনা। সুতরাং দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে- তারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব , গণতন্ত্র ও ইসলামকে রক্ষা করবে, না আওয়ামী ফ্যাসিস্ট, যায়নবাদী, আধিপত্যবাদি রাশিয়া, ভারতের দালালদের টিকিয়ে রাখবে।
১৭৮৯ সালে বিপ্লবপুর্ব ফ্রান্সের অবস্থা আজকের বাংলাদেশের চেয়ে খারাপ ছিলনা। স্বাধীনতা,সাম্য, মৈত্রী ও ভ্রার্তৃত্বের স্লোগানে উদবুদ্ধ হয়ে ফরাসি জনগণ যেভাবে অত্যাচারি শাসকের বিরুদ্ধে আন্দোলন করে বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল, তেমনি বাংলার জনগনকেও স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলামের স্লোগানে উজ্জীবিত হয়ে আওয়ামী জালিমদের উতখাত করে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে। আওয়ামীলীগকে ইতিহাসের পাদটীকায় পরিনত করাই হবে দেশপ্রেমিক জনগণের কর্তব্য।
আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী দল নয়। যখনই সুযোগ পেয়েছে তখনই তারা গণতন্ত্রকে হত্যা করেছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আওয়ামীলীগ কর্তৃক গণতন্ত্র চর্চার কোন নজির নেই। এমনকি পাকিস্তান আমলের সর্বশেষ নির্বাচন, ১৯৭০ এর নির্বাচনে তারা পুর্বপাকিস্তানের কোন দলকে নির্বাচন করতে দেয়নি। ভয়ভীতি দেখিয়ে তারা অন্যসব দলকে তারা নির্বাচনে অংশ নিতে দেয়নি। একতরফা তারা নির্বাচন করে জয় লাভ করে। আর সর্বশেষ ২০১৪ সালে তারা গণতন্ত্রকে হত্যা করে ইতালির ফ্যাসি ও জার্মানির নাতসি পার্টির সমান্তরালে নিজেদের অবস্থান করে নিয়েছে। আর এখন থেকে শেখ হাসিনার নাম উচ্চারিত হবে হিটলার, মুসলীনি, চসেস্কু, হোসনি মুবারক, গাদ্দাফি, বেন আলি, আসাদ আর কারজাইএর সাথে।
গনতন্ত্রকে হত্যা করে আওয়ামীলীগ এদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। এবং তাদের শাসন চলতে থাকলে অদুর ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা আর থাকবেনা। কারন, গণতন্ত্র হত্যাকারী ও জনসম্পৃক্ততাহীন জালিম সরকার নিজেদের মসনদ টিকিয়ে রাখার জন্য পররাজ্য গ্রাসকারী রাশিয়া ও ভারতের দ্বারস্ত হয়েছে। এই ভারত এবং রাশিয়াই একদিন এদেশের স্বাধীনতাকে হরন করবে। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া কেড়ে নিয়েছে, শুধুমাত্র ইউক্রেনে তাদের বংশবদ ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে না পেরে। আর ভারত? বাংলাদেশের সর্বত্রই তাদের নিয়ন্ত্রন। ভারতের কথামতই চলছে বাংলাদেশের জালিম সরকার। আমি বলছিনা- ভারত বাংলাদেশকে তাদের প্রদেশ করবে। আজ যদি বাংলাদেশ ভারতের একটি প্রদেশ হত, তাহলে ফারাক্কা বাধ দিয়ে উত্তরবঙ্গকে মরুভুমিতে পরিনত করতে পারত না, তিস্তা নদীকে শুকিয়ে মারতে পারতনা, টিপাইমুখ বাধ নির্মান করতে পারত না, রামপালে বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন ধ্বংস করতে পারতনা, তিতাস নদী ভরাট করে ট্রাঞ্জিট নিতে পারতনা। তাই বাংলাদেশ আজ নামে স্বাধীন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ আছে, কিন্তু ভারত, রাশিয়ার সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনা। এমন স্বাধীনতার জন্য এদেশে মুক্তিযুদ্ধ হয়নি। বাংলাদেশের জনগণ কর্তৃক স্বীকৃত নয়, রাশিয়া ও ভারত স্বীকৃত বর্তমান হাসিনা সরকার যদি টিকে থাকে, এ স্বাধীনতাটুকুও থাকবেনা।
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন